নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়, আমার অন্ধকারও ঈশ্বর।

আরাফাত হোসেন সৈকত

নৈঋত

আরাফাত হোসেন সৈকত › বিস্তারিত পোস্টঃ

নৈ-১১

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০

তুমি প্রত্যহ আমার মন খারাপের কারণ,
চলন্ত বাসে, দৌড় দেওয়াও বারণ,
অল্পের জন্য তোমাকে পাওয়া হল না,
শাহবাগমোড় ঘুরে টিএসসি এলে না।

এইতো সেদিন দুপুরে, প্রজন্ম চত্বরে
রাস্তা পার হওয়া কুকুর- কাঁক ট্রাফিকে,
হাত নাড়ানো লোকাল বাসের যাত্রীরা,
তোমাকে বাড়িয়ে দেওয়া হাত...
কন্ট্রাক্টর বলল, ভাই যাবেন? গুলিস্তান-
সিটিং ভাড়া।

শেষ সিগারেটের শেষ ফুঁক,তৃপ্তির ঢেঁকুরে উল্লাস সুখ,
ক্ষুদা পেটে মধ্য রাতে, সিদ্ধ ভাত- নোনতা ডালে।
তুমি ভীষণ আক্ষেপের নাম,
ঘরে ফেরার পথে তাই, রোজ দু প্যাক-রাম।

নেশা ধরিলে আমি লিখতে বসি না,
মদের গন্ধ মুখে, অশ্রাব্য গালি ঠোঁটে,
এইতো সেদিন দুপুরে, প্রজন্ম চত্বরে,
রাস্তা পার হওয়া কুকুর- কাঁক ট্রাফিকে।

আমি হাজতের হাজী, ওবেলার কাজী,
পুলিশের গাড়ি চড়ে পেট্রোল, ফৌজি।

একদিন যদিও দেখা হয়েছিল,
কে জানি তোমার কপালে টিপ এঁকেছিল?
একদিন যদিও বসন্ত এসেছিল,
কে যেন আমার আকাশ তোমাকে দিয়েছিল।

এইতো সেদিন দুপুরে, প্রজন্ম চত্বরে,
রাস্তা পার হওয়া কুকুর- কাঁক ট্রাফিকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.