নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়, আমার অন্ধকারও ঈশ্বর।

আরাফাত হোসেন সৈকত

নৈঋত

আরাফাত হোসেন সৈকত › বিস্তারিত পোস্টঃ

নৈ-১২

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০

একটা কবিতার খাতা ছিল- তুন্ত,
সাদা পৃষ্ঠা গুলো শব্দ শূন্য আকাশ ছিল,
একটা নীল মলাটের সমুদ্র ছিল,
সবুজ কালিতে তোমার নাম লেখা ছিল।

আমি তখন কিশোর ভারাক্রান্ত কবি,
যা কিছুই লিখি-তোমার প্রতিচ্ছবি,
তুমি আমাকে ভালোবাসবার যে আকাশটা দিয়েছিলে-
তা ভীষণ মেঘাচ্ছন্ন,
মাঝে মাঝে সেখানে বৃষ্টি ঝরে,
কবিতার খাতায় কলমের কালি ফোটে।

সবিনয়ে, তোমার নিমিত্তে-
প্রেমপত্র উড়িয়ে বলি, এটুকু পথ কি, দুজনে হেঁটে যাবে?
রাস্তা পার হলেই আমার সমুদ্র,
ভাসতে দিব তোমায়, গাঁ ভেজা রৌদ্র।

একটা কবিতার খাতা ছিল- তুন্ত
সাদা পৃষ্ঠাগুলো শব্দ শূন্য আকাশ ছিল,
যে আকাশ আমি তোমাকে দিতে চাইতাম,
মেঘ হয়ে তুমি উড়ে গেলে-
আনমনে তবে তোমাকেই ভাবতাম।

ওই যে দূরের, প্রান্তর-
মৃত্তিকার প্রলেপে ওইখানে আমার প্রস্তর,
তুমি চাইলে আমায় ভাঙ্গতে পারো,
নিজের মত করে গড়তেও পারো।

একটা কবিতা নও তুমি- তুন্ত
কবিতার খাতাটাই দিবো তোমায়, তোমাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.