নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়, আমার অন্ধকারও ঈশ্বর।

আরাফাত হোসেন সৈকত

নৈঋত

আরাফাত হোসেন সৈকত › বিস্তারিত পোস্টঃ

নৈ ১৫

২১ শে জুন, ২০১৮ রাত ১:০৪

কবিতার দেহে তুমি কবির ক্যানভাস,
আঙুল ছোঁয়ানো কলমের দাগ, তোমার ঠোঁটে ঝরে যাওয়া শব্দের প্রলাপ,
ভাষার নগ্নতায় তুমি সৌন্দর্যময়, নোংরা স্পর্শ গুলোতে অনুভূতিও কলঙ্কময়।

তোমার বুকে গড়ে উঠুক- প্রেমিকের বধ্যভূমি, সমাধিসৌধ,
খালি পায়ে দু দন্ড হেটে যাওয়া, ফুল হাতে তোমায় বাড়িয়ে দেওয়া- জনশ্রোত।

শরীর- এক ধোয়াটে ক্যানভাস,
জিহ্বার লেহনে রঙিন ঠোঁটেও তামাকের চাষ,
রঙ্গ-তুলির আঁকাআকি, শিল্পের রক্ষিতা-শিল্পীর শ্রী।

সমাজ কলুষিত, ধর্মে মানা-
নিষেধ এর বেড়াজালেও চুমুতে ভীষন বায়না,
তোমার নাভিতে হাড়িয়াভাঙার স্রোত,
বয়ে যায় দিগন্তবৃত্ত- যৌনির তট।

আকাশ নিচু হয়ে তোমারে চায়
-মাটি উপুড় হয়ে তোমারে পায়,
তোমার কপালে রক্তিম সূর্য উঠে, ঠোঁটের কিনারে এসে কালপুরুষে মিশে,
আদিম তুমি- মানবীর শরীরে কে জড়ায়ে বস্ত্র,
নীরব প্রহরে,
বিবস্ত্রতায় অস্তিত্বধারণ, শরীরে মিশে শরীরে বারণ,
তোমাতে হউক সকাল নমঃ, আধার ডুবুক- তোমাতে নমঃ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৮ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২| ২১ শে জুন, ২০১৮ সকাল ১০:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

৩| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৫

লাবণ্য ২ বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.