নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়, আমার অন্ধকারও ঈশ্বর।

আরাফাত হোসেন সৈকত

নৈঋত

আরাফাত হোসেন সৈকত › বিস্তারিত পোস্টঃ

নৈ ১৬

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬

যদি তোমার কাছে একটা নীল শাড়ি জড়ানো আকাশ চাই- তোমার নীল সমুদ্রের ঢেউয়ে যদি ডুবতে যাই,
যদি চোখের নির্জন গভীরতায় ডুবন্ত সূর্যের মত আমিও হারাই- তবে প্রিয় জেনো-
ভালোবাসা তোমার জন্য।

ইটের দালানে জন্ম আমার,
শক্ত কংক্রিটের রাস্তায় পদধূলি নিঃস্বার,
প্রকৃতির চরণে ঠাই হইনি,
তার নরম মাটির স্পর্শও পাইনি-
কেবল ছুয়েছে আমায় নরম দুটি ঠোঁট,
রঙিন সিক্ত বসন্তের রোদ,
তাই, যা কিছু সুন্দর!
কেবল তোমাতেই আবদ্ধ-
অপরূপ চাঁদ দেখিলেও বলি-
তুমি চন্দ্রের ন্যায়,চন্দ্রাহত।

শহুরে শিকলে আমার এক টুকরো আকাশ ও বন্দী,
তাই তো শাড়ির আঁচলে ভীষণ আসক্তি,
শব্দ সুন্দর তোমার শ্রী রূপে,
কবিতা হউক শুধু তোমার নামে।

অনন্তকাল বন্দী হতে পারি, যদি তুমি দাও আকাশ-
এক টুকরো নীল শাড়ি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৬

কাইকর বলেছেন: সুন্দর ।++

২| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.