নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়, আমার অন্ধকারও ঈশ্বর।

আরাফাত হোসেন সৈকত

নৈঋত

আরাফাত হোসেন সৈকত › বিস্তারিত পোস্টঃ

নৈ ১৯

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৮

শীতের ঝরা পাতা যেন শব্দ হয়ে ঝরে তোমার
-করমচা ঠোঁটে,
দখিন হতে বয়ে আসা বৈশাখী ঝড়ে, ছন্দে কাঁপা বুকে -
হাহাকার ভর করে।

গ্রীষ্মের ক্লান্ত দুপুর- সুমেরীয়, ট্রয়, আজটেক সভ্যতার,
শব্দের দেহাবশেষ,
নির্লিপ্ত দু' চোখে যেন যুদ্ধ বিরতি,
বিষাদ এর ছায়া নেমে আসে।

তোমার ঠোঁটে কবিতা-
যেন প্রথম চুমুর উষ্ণ আবছায়া,
বিদায়কালে শেষ আলিঙ্গন, কবিতায় যেন ছুয়েছিলাম-
মাতৃ চরণ।

যেন তোমার শেষ স্পর্শ,
এখনো ছুয়েঁ আছে শেষ সিগারেটের ঘ্রাণে,
নিষেধাজ্ঞা তোমার-
রোজ এক শলাকা, এক কবিতা প্রাণে।

বারংবার, ওই একটি কবিতা-শব্দের অগোছালো এপিটাফে,
এলোমেলো চুল গুলো বারেবারে এসে-
সে,তোমার স্মৃতিচারণ করে।

যদি কখনো আবার সে রাত আসে-
একটুখানি জায়গা, তোমার আলিঙ্গন পাশে,
বাহুতে এলিয়ে মাথা-
একাদশীর চাঁদ আর কবিতার খাতা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৮

আশরাফুল অ্যাস্ট্রো বলেছেন: সুন্দর প্রকাশ ।অবারিত ভালবাসা জানবেন কবি।

৩| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: ভাল লাগে নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.