নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়, আমার অন্ধকারও ঈশ্বর।

আরাফাত হোসেন সৈকত

নৈঋত

আরাফাত হোসেন সৈকত › বিস্তারিত পোস্টঃ

নৈ ২২

৩০ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:০৯

আমি অনন্তকালের বন্দী কালপুরুষ,
মহাকালের বিষাদ আমার বুকে এক ফালি জ্যোছনা হয়ে স্ফুরিত হয়-
শুক্লা দ্বাদশীর চন্দ্রে।

আমি নিরন্তর ছুটে চলা পথভ্রষ্ট যাযাবর,
এক খন্ড মেঘে আমায় খুজে পাবে,
জেনো,
এই ধরিত্রীর চারণ ভূমিতে ঠাই নেই,
আছে শুষ্ক কংকর মাটির ক্ষতবিক্ষত পদতল,
আছে তোমার পিছু নেওয়া,
আমার পূর্ব পুরুষ
- সুন্দরের পূজারী;
লক্ষ দেবীর মূর্তি নীড়ে, ভেঙে-চুরে তোমারেই গড়েছি।

আমি উত্তরাধিকারসুত্রে কবিতা লিখি,
আমি পৈতৃক সূত্রে তোমায় ভালোবাসি।

তোমার- আমার অস্তিত্বের মাঝে কতটুকু শূন্যতা?
আমি বলি, শূন্য।
জমিন আর আসমানের মাঝে ঠিক যতটুকু তফাত
ঠিক ততটুকু আমার হৃদয়, যেখানে আমার হাহাকার, অপ্রাপ্তি
- ঠিক সেখানে আমার শূন্যতার ক্যানভাসে তুমি।

এই পরিচয়হীন হৃদয়ে তুমি ভীষন অপরিচিতা,
তবুও এই বেনামী কবিতায় তোমার নাম, অজস্র ভাষায়, অজস্র শব্দে আমি বুনেছি, গেথেছি সবিনয়ে, প্রিয়।

আমি জাতিস্মর, হাজার বার জন্মেছি, হাজার ভাষায় বলেছি, হাজার শব্দে সে একটি নাম লিখেছি-

এই একই নিস্তব্ধতায়, একই আকাশ, একই চন্দ্রাহত বিষাদে পুড়িয়েছে।

প্রিয়তম তুমি ভীষণ নিরাকার

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নৈ ২২ অর্থ কি ?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কবিতার কবিকে না হয় পরে দেখে নিব!!!
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
সেদিন ও দেখনি , দেখতে চাওনি;
শত কোটি মানুষের আবেগী অশ্রুজল।
আজ ও তুমি আড়ালে, আমরা যে বিহ্বল।

২| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০৮

অব্যক্ত কাব্য বলেছেন: দারুন হয়েছে। কবিতায় গভীর প্রেম আছে, ভরিয়ে দেয়ার প্রানান্তকর চেষ্টা আছে। শুভ কামনা

৩| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।
তবে আমি বলব আরও মনোযোগী হতে।

৪| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০১

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

৫| ০২ রা নভেম্বর, ২০১৯ ভোর ৪:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: চমৎকার কবিতা। আপনার কবিতাগুলোর স্বতন্ত্র সুর আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.