নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়, আমার অন্ধকারও ঈশ্বর।

আরাফাত হোসেন সৈকত

নৈঋত

আরাফাত হোসেন সৈকত › বিস্তারিত পোস্টঃ

নৈ ২৯

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৪

আদর্শের খাতায় ভাঁজ দেওয়া কিছু নীতি বেঁচে, কেজি কয়েক বাদাম কিনব-
প্রেম করবার পূর্বে এতটুকু নিশ্চিত হইতে হবে তুমি মার্ক্স, লেনিন কিংবা গ্রামসি বাদে আমাকেও বুঝো।

অক্টোবর বিপ্লবে-
তুমি নিজেরে কতটুকু আমার জন্য রাখবা, সেটা জেনে রাখাটাও বেশ গুরুত্ব পায় বটে,
শরৎ আর হেমন্তের মাঝামাঝি একটা সান্ধ্য হইলেও হবে,
বুকে নিংড়ানি দিয়া মটরশুঁটি ভাঁজা আর কলাই ফুলের সঙ্গে এক গেলাস বিষন্নতা- এই দ্যাখো,
আদর্শে আমার ভীষণ অস্বস্থি হয়, প্রিয়তমা।

পুঁজিবাদ এবং প্রেমের সংজ্ঞায়নে তোমাকে অবশ্যই নিরস হইতে হবে,
নয়তো হেমন্তের ফ্যাঁকাসে চৌচির এক দুপুরের শেষে হঠাৎ চুমু খেয়ে বসতে হবে-
মালের্মি, কিটস কিংবা বায়রন চপকায়া আদর্শবান প্রেমিকার মত যে ভালোবাসি এইবলে নিশ্চুপে আমাকে আওরাইতে হবে।

মাঝে মাঝে অকারণের অনশনে, তুমি নিশ্চয়ই আমার চোখে নিজেরে- ইনেসা আরমান্দ ভেবে বসবা,
ফ্যাসিবাদ ছাড়া নাকি এ যুগে সম্পর্ক টেকা দায়- এ নিয়া তোমার বিশেষ কি যুক্তি আছে,
জানোই তো, আদর্শের খাতায় ভাঁজ দিয়া যতটুকু নিঃসংকোচে তুমি আছো, অতটুকুতেই আমার বিপ্লবের নিঃশ্বাসে স্বস্থি হয়,
অথবা-
মাঝে মাঝে হাতে হাত রেখে তোমাকে-আমাকে,
-নীতি বিরোধী উগ্রতায়,
এক অদূর ডিস্টোপিয়া বোধ হয়।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫

রাজীব নুর বলেছেন: আবেগ। আবেগ টুকু লিখে ফেলেছেন। ভালো করেছেন। জমিয়ে রাখলে হারিয়ে যেত।

২| ০২ রা নভেম্বর, ২০১৯ ভোর ৪:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো একটা কবিতা পড়লাম। শুভকামনা কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.