নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়, আমার অন্ধকারও ঈশ্বর।

আরাফাত হোসেন সৈকত

নৈঋত

আরাফাত হোসেন সৈকত › বিস্তারিত পোস্টঃ

নৈ ৩৩

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫২

জানি, কবিতা সুখের হয়-
লোকার বাসের সিটে,
প্রেমিকার বুকে ঘুম হয়ে আসা ক্লান্তির মত
অথবা,
ভর দুপুরে এক গ্লাস ঠান্ডা আখের রসের মত,
ও মজুর ভালো বুঝে-
বুকের ভিতর যখন কাষ্ঠল গ্লানি জমে।

আমিও জানি- সুখ গভীর রাতে আসে,
যখন শহর ঘুমোয়-
প্রিয় মানুষ গুলোর পাশে,
ওটুকু সুখের উষ্ণতা,
পুঁজিবাদি শোষকও কাতরায় যখন ঘুমের মাঝে।

চাইলে ছুঁয়ে দেখা যায়- সুখ,
বুকে আগলে রাখে যখন মা,
মাঝরাতের আঁধারে।

কবিতা সুখের হয়-
কেউ আছে খুব নিকটে অথবা
খুব নিকটে কেউ সুখে।
রোমন্থন করে,
ভীষণ সুখের অসুখে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৬

বিজন রয় বলেছেন: এটার ভাল লাগল।
সুখের অসুখ কে না চায় বলুন।

২| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৩| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৩

নেওয়াজ আলি বলেছেন: মনোহর লেখনী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.