নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়, আমার অন্ধকারও ঈশ্বর।

আরাফাত হোসেন সৈকত

নৈঋত

আরাফাত হোসেন সৈকত › বিস্তারিত পোস্টঃ

নৈ ৩৪

১৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৫৫

পুরানো শুকনো হাড্ডি চিবিয়ে রোজ রাত্রিরে উৎসব হয়,
আধ ভাঙ্গা গেলাসে মদ, বাকি অংশে একসময় তৃষ্ণা মেটানো হতো,
শহরের সবকটা কুকুর-বেড়ালে সখ্যতা,
শুধু চেনা হলো না মানুষগুলো,
দেখতে কেমন?
ওদের হরেক রঙের আয়না আছে।

শুনেছি- মানুষ গুলো উৎসবে হাঁটে,
বসন্ত হয়ে শীত,
মানুষের কোলাহলে,
নুয়ে যাওয়া মুণ্ডু ঝুলিয়ে দেই জনস্রোতের উপর ,
ওরা টেনে- হিঁচড়ে আমায় সভ্য করে,
কাগজের ঠোঙা, পলিথিনের ঠোঙ্গা-
আদর্শ? মাখানো বুলিতে মোড়ায় মগজটারে,
তারপর ছুঁড়ে দেয় নর্দমায়,
আধমরা আদর্শবানেরা বেঁচে থাকতে কত কিছুই তো করে?

সুশীলের দিন গুলো ভালো যায়,
দল প্রভুদের কোর্তা জড়ানো নীতি আওরায়ে-
বেশ বেঁচে থাকাও যায়,
শুধু হুংকার মারে আধ ভাঙ্গা গেলাসে মদ খাওয়া পাবলিকেরা।

গালিগালাজ চলবে,
মাঝরাতের বিছানা হলে বেশ্যা-মাগীরাও কবিতা শুনবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৬

নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধকর লিখনশৈলি

২| ১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: চমতকার।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৫

বিবেকহীন জ্ঞানি বলেছেন: গুছানো এবং প্রচ্ছন্ন লিখা...দারুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.