নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়, আমার অন্ধকারও ঈশ্বর।

আরাফাত হোসেন সৈকত

নৈঋত

আরাফাত হোসেন সৈকত › বিস্তারিত পোস্টঃ

নৈ ৩৫

১৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৫৬

সুবিন্যস্ত গানের লিরিকে জড়োসড়ো ঠোঁটের উন্মত্ত স্ফুরণ,
শঙ্খচিলের উদ্ভ্রান্ত আকাশ নেমে আসে বসন্তের নিমজ্জিত কোকিল স্বরযন্ত্রে,
ভাঙ্গা চিবুকের শ্রী গেঁথে যায় চুলের ছন্দপতন উল্লাসে,
হৃদ্য থেকে হস্ত, ধীরে ধীরে নুয়ে যায় তার শরীর-
গেয়ে উঠে যে আপন মনে,
হঠাৎ তাকে ভালোবেসে।

কতবার চোখে জমে যাওয়া বিষাদের ঘর ভেঙ্গেছে সুমেরীয় পাখির দল,
বিভ্রান্তির আড়ালে নিমজ্জিত শহর গড়নে এঁকে দেওয়া বিকেল বন্দী,
কংক্রিট ছন্দে আঘাত করে- একটি গান,
এবং সে কবিতা পড়তে জানে।

সংকল্প করে- কিছু মানুষ এখনো গান গেয়ে উঠে,
বিক্ষিপ্ত কিছু জানালায়, ছায়া গানেরা তাল মেলাবে বলে-
দীপ্ত হোক প্রচ্ছন্ন অন্ধকারে জড়ানো প্রলোভন,
প্রাণে মেতে উঠা শরীরও শুনবে হৃদয়ের স্পন্দন।
সুখী হও, প্রিয়তমা-
উন্মাদনায় মেতে উঠা কিশোরী।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৩

দজিয়েব বলেছেন: ভালো লিখেছেন ভাই।

২| ১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৭

নেওয়াজ আলি বলেছেন: Excellent

৩| ১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.