নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়, আমার অন্ধকারও ঈশ্বর।

আরাফাত হোসেন সৈকত

নৈঋত

আরাফাত হোসেন সৈকত › বিস্তারিত পোস্টঃ

নৈ ৪৪

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৩

প্রতিশ্রুতি ছিলো আমাদের-
সহস্র রাজনৈতিক ভাষণের শ্রুতিলিপি,
নাগরিক সম্ভাষণ,
চেতনার ফুল আমি প্রেমিকাকে দিয়ে এসেছি।

দু'বেলা না খেয়েও সঙ্গমের খুদা মেটানো পুরুষ আমি,
নাভিমূলে অস্তমিত সূর্যের গায়ে নির্লিপ্ত স্পর্শের কাঙ্গাল হয়েছি-
বাজার ঊর্ধ্বমুখী,
পাইকারী চালের দরে দু'চারটা শরীর ভোগের বিরাট আয়োজন হলো বৈকি।

সংগ্রাম দিয়ে কিইবা হলো?
বোধহয়-
কলমের বেয়নটে রক্তাক্ত ইতিহাস লেখা গেলো,
হচ্ছেটা কি?
শুধু ঘরের বউটাকেই যখন তখন লাগানো যায়, আর কি?

বাঙালি চরিত্রের প্রশ্ন করছ?
চরিত্র বটে- চরিত্রের মাঝে কতজনকে বেঁচে থাকতে দেখেছি?
নিছক, ঐতিহ্য ছিলো বেনামী লাশ হবার,
ইচ্ছে হলে- সদলে মরতে যেতে পারি।

বুদ্ধিজীবি সমাজ-
সংক্রমণের ভয়ে বহুকাল বিছানায় যায়নি,
ওরা এখন সাধুসন্ন্যাস,
ক্ষ্যাপা, নৈরাজ্য করছ?
সুযোগ পেলেই বেশ ঠাপাবো,
এটাও বুঝলেন? চেতনার বাণী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.