নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন গাধামানব

মোহাম্মদ মাহবুব হোসেন

ডাল দিয়ে ভাত খাই, রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমি ভেজাল হলে'ও আমার লেখাগুলো খাঁটি ।

মোহাম্মদ মাহবুব হোসেন › বিস্তারিত পোস্টঃ

অভাব

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

- কেমন আছেন এখন?
: ভালো কি থাকা যায় ডাক্তারবাবু! কেউ ভালো আছে দ্যাশোত! কন দেহি!

রোগীর কথা না যায় মানা, না যায় ফেলা। আসলেই তো, কে ভালো আছে? যার ভাত আছে কিন্তু তরকারি নেই, সে? যার ভাত তরকারি সব আছে, তার হয়তো রুচি নেই। যার তিনবেলার খাদ্য আছে, তার হয়তো ঘুম নেই। যার ঘুম আছে, তার হয়তো জাগার কোন ইচ্ছেই নেই। যার অভাব আছে, তার সুখ নেই। যার সুখ আছে, তার শান্তি নেই। আওয়ামী লীগের উন্নয়নের শেষ নেই। বিএনপি'র রাজপথে কাজ নেই, মাইকে কথার কোন শেষ নেই। এরশাদের মৃত্যু নেই। টক-শো'র কমতি নেই। শেয়ারবাজারে উন্নতি নেই। বেতন বাড়লেও শান্তি নেই। বাজারে প্রচুর ফুল, অথচ সে ফুলে সৌরভ নেই। সবখানে শুধু 'নেই'। কি আছে, তা নিয়ে তুষ্ট থেকে জীবন পার করে দেয়ার চেষ্টা- সেটাই নেই।

শূন্যতা সর্বত্র।

প্রাপ্তি নিয়ে যারা বসে আছে, তাদের কথা শোনা হয় না। দাদওলা পা-ফাটা মানুষদের কথা। শত কষ্টেও তাদের হাসি থাকে, রাস্তার পাশে বসে আলু দিয়ে ভাত মেখে খেতে থাকে, নিজের পাতের একদলা ভাত ছুঁড়ে দেয় রাস্তায়, অভুক্ত কাকের দল ছুটে আসে সেখানে।
মানব সভ্যতা নামক সমুদ্রের শ্রেষ্ঠ নাবিক হয়ে রাস্তার তীরে বসে থাকে সেই ছিন্নমূল মানুষ। হ্যাঁ, ঘাম ঝড়িয়ে জীবনকে জয় করা মানুষ। সত্যিকারের অভাবমুক্ত সেই মানুষ প্রকৃতির শ্রেষ্ঠ সন্তান।

ঈর্ষা হয় বৈকি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.