নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন গাধামানব

মোহাম্মদ মাহবুব হোসেন

ডাল দিয়ে ভাত খাই, রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমি ভেজাল হলে'ও আমার লেখাগুলো খাঁটি ।

মোহাম্মদ মাহবুব হোসেন › বিস্তারিত পোস্টঃ

গণবিচ্ছিন্ন পাশবিক বাংলাদেশ

০৭ ই জুন, ২০১৬ দুপুর ২:১৪

পহেলা রমজানের সকাল নয়টায় ঝিনাইদহে একটি 'বিচ্ছিন্ন ঘটনা' ঘটেছে। সনাতন পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে জবাই করা হয়েছে। তার কখনোই কোন শত্রু ছিল না এবং কোন ধরনের হুমকিও কখনো পাননি। উল্লেখ্য, তিনি ব্লগিং করতেন না, নাস্তিক ছিলেন না (ভিন্ন ধর্মাবলম্বী আর নাস্তিক এক বস্তু না, এবং দুটোর কোনটাই আইনানুগ শাস্তিযোগ্য কিছু নয়), তিনি সমকামী ছিলেন না, তিনি সংস্কৃতিমনা ছিলেন না, তিনি শিক্ষক ছিলেন না।

তিনি মানুষ ছিলেন।

বাংলাদেশের মাটিতে প্রতিদিন 'মানুষ' খুন হচ্ছে। মানুষ হওয়া এদেশে বিপজ্জনক, পশু হওয়া নয়। হত্যাকারী থেকে শুরু করে আইনপ্রণেতা পর্যন্ত অগণিত পশু দেশে রাজত্ব কায়েম করেছে।

এমন পশুর রাজত্বে খোদ রাসূলও স্বদেশে থাকার আগ্রহ পাননি, হিজরত করেছেন। ইতিহাস বলে, তৎকালীন মক্কার তুলনায় আজকের বাংলাদেশ অনেক বেশি অনিরাপদ। যাকে খুশি যখন খুশি মেরে ফেলা যাচ্ছে, মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া কেউ নিরাপদে নেই। কেউ না।
চাইলে উপেক্ষা করতে পারেন, আপনার আজকের উপেক্ষা আগামীতে আপনার কিংবা কোন আপনজনের উপর হামলার অপেক্ষা ছাড়া কিছুই না।

আরও সহজ পথ হচ্ছে পশু হয়ে যাওয়া।

বনের পশু না, দু'পেয়ে আধুনিকতম হিংস্রতম পশু।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৬ দুপুর ২:৩৬

আহলান বলেছেন: কি যে হচ্ছে এইসব ? :(

২| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৪

সুব্রত দত্ত বলেছেন: কিন্তু সমাধান কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.