নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন গাধামানব

মোহাম্মদ মাহবুব হোসেন

ডাল দিয়ে ভাত খাই, রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমি ভেজাল হলে'ও আমার লেখাগুলো খাঁটি ।

মোহাম্মদ মাহবুব হোসেন › বিস্তারিত পোস্টঃ

জমা

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৭

শহরের পথে পথে ঘুরে বেড়ানোর আরেকটি দিন,
আকাশের রঙটা নীলই আছে, কিন্তু সেদিকে তাকানো কঠিন।
বাস্তবতার মতো প্রখর সূর্যের রাজত্বে
তাকাতে কষ্ট হয়। তবুও সে আকাশের দিকে তাকায়।

যার হাতে ঘড়ি নেই, নেই পকেটে ফোন,
চৈত্রের আকাশে দোলে তার অব্যর্থ সূর্যঘড়ি।

সে হাটে। দেহ ক্লান্ত, পা অসাড় হয়ে আসে, তবু-
সে হাটে।

বুকে তার অপার শক্তি, অনন্ত ঐশ্বর্য।

শত মাইল দূরে এক গাঁয়ের পোস্টাপিসে
ভীত হরিণীর দৃষ্টি মেলে এক কিশোরী পা ফেলে।
হাতে তার হলুদ খামে একটা চিঠি ভরা,
সেই চিঠিতে গাঁয়ের মেয়ের প্রেমের কাব্য আঁকা।


শহরে যে শূন্য প্রাণ আজও বেঁচে আছে,
গাঁয়ের চিঠি আছে জমা সেই প্রাণেরও কাছে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৩

ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব ভালো লাগলো, অভিনন্দন।

শত মেইল টা তবে শত মাইল একটু দেখে নিবেন।

০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৮:১৯

মোহাম্মদ মাহবুব হোসেন বলেছেন: ফোনেটিকে লিখবার যন্ত্রণা। দেখিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ও ভালবাসা।

২| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১:৪৮

অতঃপর হৃদয় বলেছেন: চালান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.