নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন গাধামানব

মোহাম্মদ মাহবুব হোসেন

ডাল দিয়ে ভাত খাই, রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমি ভেজাল হলে'ও আমার লেখাগুলো খাঁটি ।

মোহাম্মদ মাহবুব হোসেন › বিস্তারিত পোস্টঃ

ডুব

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭

প্রচণ্ড গতিতে ছুটে আসা বুলেটে
ছিদ্র হয়ে যাওয়া হৃদপিণ্ডের দেয়াল বেয়ে
বয়ে যায় রক্তের ফোয়ারা
কিংবা সেই নৌকার মতো, যার দেহে এক ফাটল ধ’রে
তরতর করে জলের স্রোত গ্রাস করে নেয়
নদীর গহীনে।
ডুববার অপেক্ষায় থাকা সেই নৌকার প্রতিবাদ শোনা যায়নি
কেমন যেন এক নীরব আত্মসমর্পণে
তিলে তিলে হারানো
এপার-ওপারের চেনা গন্তব্য ছেড়ে
গভীর এক গন্তব্যে তলিয়ে যাওয়া।

কে আঘাত হানে হৃদয়ে, কিংবা নৌকার অক্ষত বুকে,
কাছের কেউ ছাড়া এত প্রচণ্ড অথচ নিখুঁত আঘাত
করা কঠিন।
ভাবতে ভাবতে মনে পড়ে যায় নিজের আততায়ীর
মিষ্টি হাসি।
নদীর গহীনে হারানো নৌকা আজ আর পুরনো পথের যাত্রীদের
কোলাহলে সাড়া দেয় না। সেও ভালোবেসে ডুবে গেছে
নীরব নিথর ভুবনে।
ই-চিঠি কিংবা মুঠোফোনে পাবে না যখন, তখন জেনে রেখো
আমিও সেই শান্তিতে ডুবে আছি আজকাল।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: এতো অসহায় কেন কবি!
কথাগুলো অসাধারণ, হয়তো কারো কারো হৃদয়ে আঘাত হানতেও পারে।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ------------

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

সবার লেখা পড়েন মন্তব্য করেন। আপনার লেখাও সবাই পড়বে

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.