নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন গাধামানব

মোহাম্মদ মাহবুব হোসেন

ডাল দিয়ে ভাত খাই, রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমি ভেজাল হলে'ও আমার লেখাগুলো খাঁটি ।

মোহাম্মদ মাহবুব হোসেন › বিস্তারিত পোস্টঃ

ভুলে যাওয়া জীবনের গল্প

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০২

গল্পটা বলে দেই,
অনেক ছোট ছিলাম তাই সবটা মনে নেই,
মা খুব ভালো গান গাইতেন, গুণগুণ করে
রাতে ঘুম পাড়াতেন, আর উঠিয়ে দিতেন ভোরে।
সকালের মিষ্টি আলোয় বারান্দায় বাবাকে পেতাম
দরজা থেকে ভোরের কাগজ তার কাছে নিয়ে যেতাম।

বাড়ির উপর মস্ত নীলাকাশ, ঐ উঠোনটা পেরোলেই,
অনেক ছোট ছিলাম তাই সবটা মনে নেই।
নাস্তার প্লেটে খুব হাসাহাসি
ভাইবোনদের মারামারি আর ভালবাসাবাসি
সকাল থেকে দুপুরের মাঝে
রেডিওতে কত কাব্য গান বাজে,
নেই তাড়া কারো, কিংবা কাজের ভার
বাড়িটুকুতে আমাদের ভুবন
সেই ভুবনে সবাই সবার।
অনেক ছোট ছিলাম তাই সবটা মনে নেই,
মা আর বাবার আদর আমি পেয়েছি নিশ্চয়ই,
কত খেলাধুলা করতাম আমি
ছুটতাম বাড়িময়,
সাবধানে বাবা পেছনে থাকতেন
যদি পড়ে যাই এই ভয়!
নির্ভার সুন্দর আর সুখের ছবিতে আঁকা
ছোট্ট সেই বাড়িতে আমাদের সুখে থাকা,
মনে পড়লেও আনন্দে ভাসি- এইটুকু বলে দেই,
অনেক ছোট ছিলাম তাই সবটা মনে নেই।

সবাই বলে যাচ্ছিল নিজেদের পরিবারের গল্পগুলো,
ক্লাস শেষে স্কুলবাসটা চলল উড়িয়ে পথের ধুলো,
সেই ছেলেটা নামল এক বিবর্ণ বাড়ির পাশে,
দেয়ালে তার “অনাথ আশ্রম” বড় করে লেখা আছে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪০

ওমেরা বলেছেন: , মা,বাবা,ভাই, বোন সবই ছিল। সব নিয়ে আমাদেরও সুন্দর একটা পরিবার ছিল। কিন্ত ——- আমিও অনেক ছোট ছিলাম তাই আর কিছু মনে নেই।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২০

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.