নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোলাপের মাঝে নিহিত আলোকবিন্দু

হানিফ রাশেদীন

প্রকাশিত কাব্য গ্রন্থ : নিকাশের দায় রেখে (২০১২)

হানিফ রাশেদীন › বিস্তারিত পোস্টঃ

আপনি কিচ্ছু জানেন না, সব আমি জানি

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৪

—ওটা বাঁকা

—কিছুটা বাঁকা বলা যায়, আসলে গোল

—ঠিক বাঁকাও না, গোলও না, চোখের ধুলো

—না, তা-ও না, চ্যাপ্টা হতে পারে

—যা-ই বলো, রঙটা কিন্তু সাদা

—না, আকাশি রঙের, দেখতে যদিও সাদার মতো

—তুমি তা বলতে পার না, আকাশি রঙ তুমি দেখেছ?

—সবকিছু দেখতে হয় না, শোন,

সক্রেটিস কি দুনিয়ার সবকিছু দেখেছে?

—ভেতরে ঐ বুড়ি কে, বলতে পার?

—বসে বসে মনে হচ্ছে কাঁথা সেলাই করছে

—ঐ বুড়ি আসলে কেউই না...

—হ্যাঁ, ভাবনার বিষয়

—সে কি একা? তার কেউ নেই, নিস্ব?

—তার কি ঘুম পায়?

—আসলে পুরো বিষয়টাই কেমন যেন

—চাঁদের আলো ঝর্ণার পানির মত উছলে পড়ে

—চাঁদের নিজস্ব আলো নেই...

—কিন্তু কথা সেটা না, কথা হল...

—কথা কী তা আমি জানি না? আমাকে জ্ঞান দাও!

আমি তোমার’চে কম বুঝি?

—আমি যত বই পড়েছি তা রবীন্দ্রনাথও পড়ে নি

—তুমি পড়েছ কচু! চোখ বেঁধে দিলে বলতে পারবে

কোন দিকে পশ্চিম? আর কোন দিকে দক্ষিণ?

—পশ্চিম কিন্তু পবিত্র...

—পশ্চিম দিকে কাবা বলেই পবিত্র হতে পারে না

পশ্চিম অবশ্যই গোল, হাতির লেজের মতো

—না, গোল তো হচ্ছে দক্ষিণ

—তোমরা যে যা-ই বলো, পশ্চিম হলো বাঁকা

—কিন্তু চাঁদের কলঙ্ক আছে...

—চাঁদ আবার কিসের?



______চাঁদবিষয়ক আড্ডা

মন্তব্য ৪৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৪

কিবর বলেছেন: চাদ মামারে নিয়াতো ভালোই আড্ডা হইতাছে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩১

হানিফ রাশেদীন বলেছেন: হা হা হা ... কিবর ...

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: -যে যাই বলুক চাদ মামা কিন্তু কপালেই টিপ দেয়।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১০

হানিফ রাশেদীন বলেছেন: না ভাই! কী বলেন এইসব? আপনি কিছু জানেন না, সব আমি জানি, চাদ মামা কপালে টিপ দেয় না, এটা হতেই পারে না। সঠিক কথাটা হলো : কপালে টিপ দেয় চাদ মামা।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৮

পার্থ তালুকদার বলেছেন: হুম... ভাল লাগল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১২

হানিফ রাশেদীন বলেছেন: আচ্ছা। ভালো খাকবেন। শুভ কামনা।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৯

ঢাকাবাসী বলেছেন: ভালই লাগল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫০

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো। ভালো থাকবেন।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৬

অন্ধবিন্দু বলেছেন:
এসব আড্ডা-ফাড্ডা ভালো না কিন্তু ;)

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩১

হানিফ রাশেদীন বলেছেন: ভালো না তা তো ভাই আমিও জানি। কিন্তু ব্রাকেটের ভেতরে একটা কথা আছে, কথাটা হলো এই 'ভালো না' যখন অন্যরা আড্ড দেয় অথবা টক শো, আমি যখন দিই তখন তো ভালোই।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৮

সাইফুদ্দিন আযাদ বলেছেন: হা হা.. চাঁদবিষয়ক আড্ডাটা দারুণ ফুটিয়ে তুলেছেন.... তারপরও "আপনি কিচ্ছু জানেন না, সব আমি জানি" :-/

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

হানিফ রাশেদীন বলেছেন: হা হা হা... হুম, আপনার কথা সব ঠিকই আছে, কিন্তু তাল গাছটা আমার!

ভালো থাকবেন।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কথোপকথন দারুন লাগছিলো।।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০১

হানিফ রাশেদীন বলেছেন: ভালো থাকবেন। শুভ কামনা।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কথোপকথন ভাল হয়েছে ।

হেডিংই সব বলে দিচ্ছে । :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০২

হানিফ রাশেদীন বলেছেন: হুম ভালো খাকবেন।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:১২

রোমেল আশরাফ বলেছেন: সুন্দর সুন্দর

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩

হানিফ রাশেদীন বলেছেন: সুন্দরের জয় হোক। ভালো থাকবেন।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বেশ ভালো।

ধন্যবাদ, ভাই হানিফ রাশেদীন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগলো। ভালো থাকবেন।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কথন আড্ডা ।...:)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগলো। শুভ কামনা।

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সব বোগাস। কোনো গঠনমূলক আলোচনা হয় নি। যেখানে আমিই নাই, সেখানে সারগর্ভ আলোচনা আশা করাটাই হলো বোকামি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫

হানিফ রাশেদীন বলেছেন: হুম, আমিও তো তাই বলি, আপনি ছাড়া সব বোগাস, কিন্তু কেউ মানতে চায় না,আমি ছাড়া সবাই সারগর্ভ আলোচনা করে বোকা হয়ে যাচ্ছে। বোকা হওয়াতে কতো যেন আনন্দ!

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

সায়েদা সোহেলী বলেছেন: এহ্ আসছেন সবজান্তা! !
।সবাই কচু বুঝে কমেন্ট করেছে ,
পুর্ব হচ্ছে পবিত্র ,
কারন আমার এদিক থেকে পুর্বেই কাবা অবস্থিত /:)


;) :) :P

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

হানিফ রাশেদীন বলেছেন: না, আপনার বাড়ি থেকে পুর্বেই কাবা অবস্থিত বলে পুর্ব পবিত্র না। পুর্বে আমার মামা বাড়ি, আর তাই পুর্ব পবিত্র।

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আড্ডা মিস করলাম নাকি ! ;)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

হানিফ রাশেদীন বলেছেন: আহা! আপু, আপনি এসেছেন? একি সত্যিই আপনি? নাকি আপনার মতো কেউ? আমার চোখে আপনাকে দেখছি!

এখন কোথায় বসতে দিই তিতির আপুকে!

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১১

মামুন রশিদ বলেছেন: চমৎকার ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০

হানিফ রাশেদীন বলেছেন: ভালো থাকবেন। শুভ কামনা।

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

সায়েম মুন বলেছেন: কবিতার রিপিট পোস্ট হলো বোধয়। পড়তে বেশ লেগেছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

হানিফ রাশেদীন বলেছেন: হুম, রিপিট পোস্ট

ভালো ধাকবেন সায়েম ভাই।

১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

হাসান মাহবুব বলেছেন: ভালা পাইলাম।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২

হানিফ রাশেদীন বলেছেন: হা হা হা.. ভালো আছেন আশা করি। ভালো থাকেবন।

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২০

মাহমুদ০০৭ বলেছেন: —কিন্তু চাঁদের কলঙ্ক আছে...
—চাঁদ আবার কিসের?


কবিতার ভেতরকার দার্শনিকতায় মুগ্ধ হলাম ।

প্রিয়তে । ভাল থাকবেন ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগলো আপনার কমেন্ট। ভালো থাকেবন।

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাপরে ! পড়তে পড়তে মাথা ঘুরে গেল । এভাবেও লেখা সম্ভব! গুণী লেখককে অনেক শুভেচ্ছা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪

হানিফ রাশেদীন বলেছেন: হা হা হা... রেজওয়ানা তনিমা... ভালো থাকেবন। শুভ কামনা।

২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

আরজু পনি বলেছেন:
আলাপের বিষয়বস্তু ভালো লাগলো ।
:)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো আপনার প্রতি। শুভ কামনা।

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধুর, আপনি কিছুই জানেন না। আপনি ছাড়া আমরা বাকী সবাই জানি যে আমরা কিচ্ছু জানি না আপনি সব জানেন। এখন বলেনতো চাঁদের নাইট গাউন কয়টা? ;)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৯

হানিফ রাশেদীন বলেছেন: চাঁদের নাইট গাউন আবার কী ভাই? মহান কবি বোকা মানুষ বলছেন- চাঁদ একাই একশো

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগছে

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫০

হানিফ রাশেদীন বলেছেন: ভালো থাকবেন ভাই। শুভ কামনা।

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯

জসীম অসীম বলেছেন: বলেছেন: আপনার লেখা পড়েছি । ভালো লাগলো । লেখার ভিতরের বিষয়ে অন্য সময় মতামত প্রকাশ করবো। আমি এখন ব্লগে লিখলে লেখা লেখা প্রথম পাতায় প্রকাশ হয়না। এ বিষয়ে আপনি কি আমাকে কোনো সহযোগিতা করতে পারেন ? ভীষণ দুশ্চিন্তায় আছি। উপযুপরি অনিয়ম আমি কিভাবে করেছি, আমি জানি না। আমার লেখা কতদিন প্রথম পাতায় প্রকাশ হবে না। মডারেটর উপস্থিত উপস্থিত থাকলে তার তার বিবেচনা সাপেক্ষে আমার লেখা প্রথম পাতায় প্রকাশ করা হতে পারে। কিন্তু সেটা কিভাবে সম্ভব ? ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা কোথায় জানতে পারবো ? আমাকে এ বিষয়ে সমাধান দিতে পারবেন কি? আমার উপর নজর রাখা বন্ধ হওয়ার জন্য আমি কি করতে পারি ? প্লিজ, সম্ভব হলে আমাকে সহযোগিতা করুন। আমি ব্লগিংয়ের সকল নিয়ম মেনেই লিখতে চাই। ধন্যবাদ। ভালো থাকবেন। অনেক ভালো থাকবেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২০

হানিফ রাশেদীন বলেছেন: জসীম অসীম ভাই, আপনার পরেই (আপনাকে বলা)আশরাফুল ইসলাম দূর্জয় ভাইর কমেন্টটা দেখার অনুরোধ রইলো। আশা করি আপনার সমস্যা দ্রুত মিটে যাবে। শুভ কামনা। সঙ্গে আছি।

২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
@জসীম উদ্দিন ভাই ব্লগের মড়ুদের নজরে পড়বে এমনটাই আশা করছি।
ব্লগ বিষয়ক বিভিন্ন সমস্যা, নিয়ম কানুনের জন্য 'নোটিশ বোর্ড' নিকটা অনুসরণ বা নজরে নিতে পারেন। নোটিশবোর্ড নিকে ঘুরতে গিয়ে নীতিমালা পেলাম, আপনি যা খুজছেন,

Click This Link

আর চোখ কান খোলা রাখলে ব্লগের মড়ু বা ঘনিষ্টজনদের চিনতে পারবেন যারা আপনাকে হেল্প করতে পারবে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৯

হানিফ রাশেদীন বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয়, `সুন্দর যে পরম পূজনীয়, আর সবকিছু কেমন সুরহীন কর্কশ!'

২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪১

জসীম অসীম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই পরামর্শের জন্য। আপনার সকল পরামর্শ আমার জন্য পাথেয় হয়ে রইলো। ভালো থাকবেন। অনেক অনেক অনেক ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.