নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারন ভাবে চলাফেরা করতে ভালোবাসি। আর নিজের সম্পর্কে এর চেয়ে বেশী কিছু বলার নেই। কারন প্রতিনিহিত নিজের মাঝে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করি।

মোঃ হৃদয় শেখ

স্বপ্ন দেখি নিজ চোখে......... আকাশ দেখি আপন মনে। আমি হে আমি আমার কৃতিকরমের জন্য গর্বিত।

মোঃ হৃদয় শেখ › বিস্তারিত পোস্টঃ

কখনো স্বপ্নপুরী কখনো মৃত্যুপুরী

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬

আজ গোল্ডেন গেট ব্রিজে আত্নহত্যা করতে যাওয়ার সময় অন্তত একজন অচেনা মানুষ ও যদি আমার দিকে তাকিয়ে হাসে তাহলে আমি আর আত্নহত্যা করবো না"



অনেক বছর আগে হতাশাগ্রস্থ একজন লোক তার এপার্টমেন্ট এ রাখা সুইসাইড নোটে লিখেছিলাম উপরের কথাটা।

আমরা সকলেই মনে করি নদীর এই কুলে সুখ নেই, ওই কুলে সব সুখ।



স্ট্রাস এর ডিজাইন করা সানফ্রান্সিসকোর বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ ১৯৭৩ সাল থেকে যান চলাচলের জন্য উম্মক্ত করে দেওয়া হয়। এরপর সেখান থেকে প্রায় ১৬০০ মানুষ বিভিন্ন কারনে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করে।



রূঢ় সত্য হল সে মানুষোটী আর বেঁচে নেই!!!!



গোল্ডেন গেট ব্রিজ এখন কারো কারো কাছে সেপ্নপুরী আর কারো কারো কাছে মৃত্যুপুরী !!!

নগরীক জীবনের সকল ব্যাস্ততার মাঝে আমরা ভুলে গেছি হাসতে................

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৪

হাসান মাহবুব বলেছেন: স্বাগতম ব্লগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.