নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারন ভাবে চলাফেরা করতে ভালোবাসি। আর নিজের সম্পর্কে এর চেয়ে বেশী কিছু বলার নেই। কারন প্রতিনিহিত নিজের মাঝে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করি।

মোঃ হৃদয় শেখ

স্বপ্ন দেখি নিজ চোখে......... আকাশ দেখি আপন মনে। আমি হে আমি আমার কৃতিকরমের জন্য গর্বিত।

মোঃ হৃদয় শেখ › বিস্তারিত পোস্টঃ

আমার বড় হওয়ার গল্প

০৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৪

হঠাৎ একদিন চোখ খুলে দেখি আমি এক আজব দুনিয়াতে।

মনে আমার একটাই প্রশ্ন এ কোথায় আসলাম আমি। সবাই আমার বিপরীতে। আমি গোলা ছেড়ে চিৎকার করি সবাই আমাকে নিয়ে ছিটা ছিটি এর কল থেকে এর কোলে নিজেকে বাস্কেট বল মনে হতে লাগলো।

যাই হোক এখন আসলাম পরিচয়ের পর্বে একে একে সবাই আমাকে বলে আমি তোমার মা, আমি বাবা, আমি বড় ভাই............ আমি দীর্ঘ একটা নিশ্বাস ছাড়লাম অবশেষ আমি তাদের চিনতে পারলাম............



কিন্তু মনে তখন আমার একটা প্রশ্ন রয়ে গেলো আমি পানি পান করবো কি করে আমার তো দাত নেই। যদি পানি পরে যায়। আল্লাহর কাছে হাত জোর করে কান্না কাটী করার প্রতিদানে দেখি সামনে দুটি দাত... বাঙ্গালী জাতের লোক লোভ বেশী দুটি দিয়ে সুখী নয় আবারো কান্না কাটি একে একে সব কটি দাত উঠিলো............ দাত পরীক্ষার করার জন্য দিলাম মাকে কামড় দিলাম বাবাকে কামড় দিলাম ভাই কে কামোড়............



এখন মনে আরেকটা প্রশ্ন সবাইল হাটে আমি কেনো হাপুর পারি... :) হঠাৎ একদিন ঘুম থেকে উঠে হাপুর দিতে দিতে খাট থেকে পরেই হাটা শুরু করলাম...... হাটতে হাটতে গেলাম মার কাছে মা দেখে অবাক বড় ভাই দৌড়ে এসে আমাকে আদর করে দুই হাতের বাহু ধরে টান দিলো কোলে নেয়ার জন্য টান দেয়ার সাথে সাথে আমি বড় হয়ে গেলাম :P

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.