নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারন ভাবে চলাফেরা করতে ভালোবাসি। আর নিজের সম্পর্কে এর চেয়ে বেশী কিছু বলার নেই। কারন প্রতিনিহিত নিজের মাঝে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করি।

মোঃ হৃদয় শেখ

স্বপ্ন দেখি নিজ চোখে......... আকাশ দেখি আপন মনে। আমি হে আমি আমার কৃতিকরমের জন্য গর্বিত।

মোঃ হৃদয় শেখ › বিস্তারিত পোস্টঃ

অতঃপর একদিন

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩৯

সামনেই লাল সেলয়ার পরা দুরদান্ত একটি সুন্দর মেয়ে খুব স্লো ভাবে আমার দিকেই আসছে ঠোটের কোনে মুচকি হাসি। তরুনীকে আমি ঠিক চিনতে পারছি না, কে সে ?
ভালো আছেন ? আমাকে চিনতে পড়েছেন ?
ভেবে পাছিলাম না সত্য বলবো না মিথ্যা। মিথ্যা বলে যদি ধরা পরে যাই ! না ঠিক চিনতে পাড়লাম না ! কে তুমি ?
একটু কষ্ট করুন চিনতে পাড়বেন আপনার কলম গুলো কিন্তু এখনো আমার কাছে আছে।
আমার কলম ?
হুম আপনার কলম!
তুমি সেই লাল ফ্রোক পড়া মেয়েটানা ? না আমি অর্পিতা ।
ওই একি। কি খবর তোমার এই বর বিকেলে তুমি টিএসিতে।
আপনাকেই খুজছিলাম।
বাহ মুখে মুখে অনেক শুনেছিলাম ছেলেরাই নাকি ফ্লাটিং করে এখন দেখছি......... ।
কি আর করবো আপনি তো করবেন না তাই আমি করলাম ! আজিজে এসেছিলাম।
আপনি এখানে কি করে ? ওই যে তোমাকে খুজছিলাম ।

কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কয়েক যুগ পড়েও দেখা হলেও মনে হয় চির চেনা অতি কাছের কেউ। কখন চিন্তাই করতে পারিনি একদিন দেখা হয়ে যাবে অর্পিতার সাথে। সে অনেক বছর আগের কথা যখন হারিয়ে ফেলেছিলাম আজ আবার ফিরে পেলাম। ধরে রাখার ক্ষমতা আমার নেই আমি জানি। কিছু না বলা কথা যা কখনোই বলা হয়নি। আজও বলা হলোনা। তবে ভালো লাগছে অনেক ইচ্ছে ছিল অতঃপর একদিন অর্পিতার সাথে আমার দেখা হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু অপেক্ষার পূর্ণতায় অব্যক্ত অনুভূতি ব্যক্ত হয় না। না হওয়াই শ্রেয়। তাতে অনুভূতি তীব্র হয়।

১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০২

মোঃ হৃদয় শেখ বলেছেন: অনুভুতি গুলো শুধুই সৃতির পাতায় বন্ধী হয়ে থাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.