নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারন ভাবে চলাফেরা করতে ভালোবাসি। আর নিজের সম্পর্কে এর চেয়ে বেশী কিছু বলার নেই। কারন প্রতিনিহিত নিজের মাঝে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করি।

মোঃ হৃদয় শেখ

স্বপ্ন দেখি নিজ চোখে......... আকাশ দেখি আপন মনে। আমি হে আমি আমার কৃতিকরমের জন্য গর্বিত।

মোঃ হৃদয় শেখ › বিস্তারিত পোস্টঃ

জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় বন্ধু

০২ রা মে, ২০১৫ রাত ১১:৪৮

# প্রিয়তমার জম্মদিনে
প্রিয়তমার বয়সের বছর গুণে ঠিক সে কটিই গোলাপ দিবে। সবগুলো গোলাপ আধ ফোটা কলি। এদের মধ্যে যেকোনো একটি গোলাপের পাপড়িতে লিখা "ভালবাসি তোমাকে।"

# বন্ধুর জম্মদিনে
নে বন্ধু বিড়ি ধরা, হাফ খাবি কিন্তু। লিফ এর এল পর্যন্ত খাবি বাকিটা .........

# বিশেষ কোন দিনে
দিনের শুরুতেই তাকে শুভেচ্ছা জানানো, একসাথে সময় কাটানো, ভালো রেস্তোঁরায় খাওয়া আর কত কি (টাকা তো যায় প্রেমীকের)

# বন্ধুর ক্ষেত্রে
মামা মনটা অনেক খারাপ ভেনসনের দাম বাইরা গেছে আজকে গোললিফ খা, আরে বেটা ভেনসন খাওয়া ছারছি যেদিন ১০ টাকা হইছে ভেনসনের দাম। বন্ধুম মুখে ৫০০ ভোল্টের এনার্জি লাইটের হাসি :)

# প্রথম পরিচয়
বক্স করে আলাদা আলাদা প্যাকেট এ আলাদা সব তার পছন্দের জিনিস যেমন টিপ, চিরুনি একটা তে, আয়না আর কানের দুল বা নাক ফুল, পারফিউম বা বডি স্প্রে, চুড়ি ইত্যাদি। (বাপের টাকায় বালই ফুটানি দেখাও)

# বন্ধুর ক্ষেতে
চল বারে যাই, অনেক দিন হইছে, নারে বন্ধু টাকা নাই। গার্ল ফ্রেন্ড নিয়ে ঘুরার সময় তো ঠিকি টাকা থাকে। চল আজকে আমি তোরে খাওয়ামু ......... ৫০০ ভোল্ট :)



জীবনের একটা অধ্যায়ে অনেক সময় অনেক কিছু ঘটে যায়। অনেক কাছের মানুষ কাছে থাকেনা সেই দিন গুলতে বন্ধু কাছে থাকে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় "বন্ধু"। মাঝে মাঝে অনেক মিস করি ওদের নাগরীক জীবনের ব্যাস্ততায় হয়তো সময় হয়ে ওঠেনা।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৫ রাত ১২:১২

সাখাওয়াত হোসেন সজিব বলেছেন: বাস্তবতা

১০ ই মে, ২০১৫ বিকাল ৫:৫৬

মোঃ হৃদয় শেখ বলেছেন: জীবনের পদে পদে শিক্ষা নিয়ে

২| ০৩ রা মে, ২০১৫ রাত ১২:৫৯

সাজ্জাদ দীপ্ত বলেছেন: ভালো লাগলো!! :)

১০ ই মে, ২০১৫ বিকাল ৫:৫৫

মোঃ হৃদয় শেখ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.