নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারন ভাবে চলাফেরা করতে ভালোবাসি। আর নিজের সম্পর্কে এর চেয়ে বেশী কিছু বলার নেই। কারন প্রতিনিহিত নিজের মাঝে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করি।

মোঃ হৃদয় শেখ

স্বপ্ন দেখি নিজ চোখে......... আকাশ দেখি আপন মনে। আমি হে আমি আমার কৃতিকরমের জন্য গর্বিত।

মোঃ হৃদয় শেখ › বিস্তারিত পোস্টঃ

আজ আমি সন্ন্যাসী !!!

০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৩:৩৪

এটা ভালো লাগেনা, ওটা ভালো লাগেনা, তাদের নাকি কিছুই ভালোলাগেনা !!

ভালো লাগেনা এই আজিব শব্দটি উৎপত্তি হয়েছে মেয়েদের জন্য। সর্ব প্রথম মেয়েরাই হয়তো এর প্রচলন ঘটিয়েছে। "হয়তো" বললে মান ক্ষুন্ন হতে পারে কথাটার।

নাগরীক প্রেমীকদের কাছে সবচেয়ে বিরক্তকর শব্দ হচ্ছে প্রেমীকার মুখে "ভালো লাগেনা" কথাটি শোনা। "ভালো লাগেনা" এই শব্দটি নিয়ে প্রেমিকের মনে শুরু হয় হাজারো রাসায়নিক বিক্রিয়া, সকল পরীক্ষার ফলাফল শূন্য। মনে প্রানে একটেই ইচ্ছে যে করেই হোক এই শব্দের বিলপতি ঘটাতে হবে। প্রিয়তমার প্রেমে অন্ধ হয়ে প্রেমীক ভুলে গেছে "ভালো লাগেনা" শব্দটির বিলপতির কথা চিন্তা করা আর একটি মাছেওকে গাছ বেয়ে ওঠার কথা চিন্তা করা একই।

হাড় ভাঙ্গা প্রেমে পড়লে যা হয় আর কি সব কিছুই সম্বভ বলে মনে হয়। B-)

ঘুরে ফিরে জ্যোতিষি বাবার সরনাপন্য। ;) বাবা যে করেই হোক আমাকে মুক্তি দাও। আমি মুক্তি চাই। এই শব্দ আমি আর শুনতে চেই নে। বাবা আমি মুক্তি চাই :((
- কী চাই তোর ?
- বাবা আমি মুক্তি চাই ! ! মুক্তি ! !
- হবে হবে শান্ত হো।
- প্রিয়তমার মুখে শুধু একটি কথা "ভালো লাগেনা" কিছু ভালো লাগেনা আর চাইনে এই কথা শুনিতে !
- ওরে মূর্খ কী বলছিস তুই ? এর মুক্তি নেই !
- বাবা তুমি পারো আমাকে রক্ষা করতে, তুমি আমার একমাত্র আশা /:)
- কী করে এমুক্তি দিব। আজামি সন্ন্যাসী এরি তারনাই !!! :(( :((

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.