নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারন ভাবে চলাফেরা করতে ভালোবাসি। আর নিজের সম্পর্কে এর চেয়ে বেশী কিছু বলার নেই। কারন প্রতিনিহিত নিজের মাঝে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করি।

মোঃ হৃদয় শেখ

স্বপ্ন দেখি নিজ চোখে......... আকাশ দেখি আপন মনে। আমি হে আমি আমার কৃতিকরমের জন্য গর্বিত।

মোঃ হৃদয় শেখ › বিস্তারিত পোস্টঃ

নীল শাড়ী

২৭ শে জুন, ২০১৫ রাত ৯:৪৩

বালিকা এভাবে হেসোনা তোমার গালের ভাজে আমি আটকে পড়ি।
বিদিশীনিকে আজ অন্যান্য দিনের থেকে আলাদা লাগছে খুব, হয়তো আমি ভুল করছি। আমার চোখ আমাকে ফাঁকি দিচ্ছে, এওকি হতে পারে। নিজেকে আমি কি করে অবিশ্বাস করতে পারি।

স্বপ্ন দেখে ঘুম থেকে উঠেই বিদিশীনিকে কল করতেই হতবাগ হয়ে গেলাম !
-> হ্যালো, স্বপ্ন দেখেছি
-> কথা বলে সময় নষ্ট করার মত বারতি সময় আমার ঘড়িতে নেই। চট করে রেডি হয়ে নাও
-> হঠাৎ, কোথাও যাবে......
-> তোমার পছন্দের কোথাও নয়, এইটুকু নিশ্চিত থাকো।

মিষ্টি রং এর শাড়ী পরে হাতে কাচের চুড়ি.......... চোখ দুটি মোটা মোটা হালকা কাজল দেওয়া, পায়ে নপুরের ধ্বনি এগিয়ে আসছে আমার দিকে। ঠিক যেন স্বর্গ থেকে নেমে আসা কোন এক পরী। তবুও যেন কী নেই নেই মনে হচ্ছে, আমি শুধুই ভাবছি ভাবছি শার ভেবেই যাচ্ছি.......................
-> কি দেখছো এমন করে ?
-> তোমাকে, এই প্রথম শাড়ীতে।
-> কপাল কোচকিয়ে বললো ডং করো না।
সময় যত যেতে থাকে আমি তত বেশী ডুবতে থাকি বিদিশীনির রূপের সাগরে, হঠাৎ করে বুঝতে পেলাম কিসের অভাব, "টিপ" নেই।

তবে এই টিপ বিদিশীনির সৌন্দর্যের কোন মানক্ষুন্ন করতে পারবেনা সো ইগনর।

"স্বপ্নের বিদিশীনির পরনে ছিল নীল শাড়ী কপালে কালো টিপ"

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৫ রাত ১১:০০

আরণ্যক রাখাল বলেছেন: নীল শাড়িই কেন জানি সবাই পড়াতে চায় নায়িকাকে| জোড় করে নীল শাড়ি পড়াবেন না থুড়ি সাধারণত ওরা পড়ে না| তাও কেন নীল নীল করি? আপনার প্রেমিকাকে একবার সবুজ কালো কিংবা অন্য কোন রঙে কল্পনা করুন! নিশ্চয়ই পেত্নির মত দেখাচ্ছে

০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:৪৫

মোঃ হৃদয় শেখ বলেছেন: সবুজ কিংবা কালো শাড়ীতে কেমন লাগবে এটা জানিনা তবে মিষ্টি রং এর শাড়ীরে পরীর মতন লাগছিল :) :) একটু বেশী বলে ফেললাম, আমার মনে হচ্ছে না। হয়তো কমি বলেছি !

২| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ৮:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: কম বলেছেন!

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৮

মোঃ হৃদয় শেখ বলেছেন: :-B :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.