নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারন ভাবে চলাফেরা করতে ভালোবাসি। আর নিজের সম্পর্কে এর চেয়ে বেশী কিছু বলার নেই। কারন প্রতিনিহিত নিজের মাঝে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করি।

মোঃ হৃদয় শেখ

স্বপ্ন দেখি নিজ চোখে......... আকাশ দেখি আপন মনে। আমি হে আমি আমার কৃতিকরমের জন্য গর্বিত।

মোঃ হৃদয় শেখ › বিস্তারিত পোস্টঃ

শেষ চিঠি

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৭

সর্ব প্রথম শুরু হয়েছিল ডিজ্যুস সীম দিয়ে ২৫ পয়সা মিনিট ভালোই সময়ের সাথে তাল মিলিয়ে চলছিল জীবনের প্রথম প্রেম।

দিনটা বসন্তের প্রথম, সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করছিলাম হঠাৎ করে দরজার কলিং বেলে কে জানি চাপ দিল। দরজার এই পার থেকে হলপ করে কোন কিছুই বলা সম্ভব নয়। দুরজা খুলে দেখি ডাপ পিয়ন, খুব চমকে গিয়েছিলাম আমাদের বাসায় ডাক পিয়ন তাও এই যুগে। হাতে চিঠিটা পেয়ে নিজেকে খুব ভি আই পি মনে হচ্ছিল। আর বেশী খুশী হয়ে গেলাম যখন দেখি প্রাপকের স্থানে আমার নাম লেখা।

সেটা ছিল ডিজাটাল প্রেমের মাঝে এনালগ প্রেমের ছোট একটা ছোয়া।

প্রিয়
তোমাকে বলার মতন অনেক কথা আছে যা ফোনে বা দেখা করে বলার মতন সাহস আমার নেই। অনেক দিন যাবত আমি তোমাকে অনেক বলার চেষ্টা করেছি কোন বাবেই বলে উঠতে পাড়িনি। তাই এই ছল চাতুরি। তোমার হয়তো মনে আছে তোমার সাথে আমার যেদিন শেষ কথা হয় সেদিন তুমি আমাকে জিজ্ঞাস করেছিলে আবার কবে কথা হবে? আমি তোমার প্রশ্নের উত্তরে বলেছিলাম হয়তো আমার কথা গুলো তোমার কাছে পৌছে যাবে তোমার কথা গুলো আমি শুনতে পাবো কিনা জানিনা !

তোমাকে বুঝিয়ে বা গুরিয়ে বলার মতন আমার কাছে কিছু নেই। থাকলে হয়তো ফোনেই বলে দিতে পারতাম। শুধু একটা কথাই বলবো ভালো থেকো !

ইতি
..............


সেই প্রথম চিঠিটা যে জীবনের শেষ চিঠি হবে জানা থাকলে হইতো চিঠিটা কখনই চিঠিটা খুলতাম না।
তোমার কাছে এখন একটাই চাওয়া। আরেকটা চিঠি কি লিখবে আমার জন্য ? প্রয়োজনে ঠিকানাটা বেনামী দিও, তবু সেই চিঠির ভালোবাসা টুকু ফিরিয়ে দিও।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০০

শায়মা বলেছেন: গুড! গুড! হা হা:)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৭

মোঃ হৃদয় শেখ বলেছেন: :-B :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.