নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারন ভাবে চলাফেরা করতে ভালোবাসি। আর নিজের সম্পর্কে এর চেয়ে বেশী কিছু বলার নেই। কারন প্রতিনিহিত নিজের মাঝে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করি।

মোঃ হৃদয় শেখ

স্বপ্ন দেখি নিজ চোখে......... আকাশ দেখি আপন মনে। আমি হে আমি আমার কৃতিকরমের জন্য গর্বিত।

মোঃ হৃদয় শেখ › বিস্তারিত পোস্টঃ

সেটা কি প্রেম ?

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

আজ বড্ড প্রেম করতে ইচ্ছে করছে । যেমনটা শহরের সকল কপত কপতি করে থেকে। কোন নিরজন গাছের ছায়ায়, কিংবা এই বর্ষার দিনে ছাতা কাদে নিয়ে। কিংবা চার দেয়ালের মাঝে যেখানে শুধু দুটি মানুষের নিশ্বাস বার বার ওঠানামা করবে। হয়তো ঘরের এক কোন থেকে মৃদু সুরে গানের আওয়াজ ভেসে আসবে। তখন তারা একে অপরে সব কিছু ভুলে প্রেমে মগ্ধ হবে। একে অপরের ঠিক কাছে নিকটতম ঠোটে ঠোট ছুই ছুই অবস্থা। চুম্বনের সময় তাদের অভিব্যক্তি খুবই আবেগঘন থাকেবে। দুহাত দিয়ে আমার গলা পেঁচিয়ে ধরবে, চোখ বন্ধ করে মাথাটা একদিকে কাত করে রাখবে। তখন তাদেরকে দেখে মনে হবে যেন চুমুক দিয়ে একে অপরের প্রাণরস সমস্ত শুষে নিয়ে ছিবড়ে বানিয়ে ছেড়ে দিবে। আবার এমনও মনে হতে পারে তারা কোন গভীর উপাসনায় মগ্ন। সমস্ত শরীর ধীরে ধীরে ছন্দিত স্পন্দনে গ্রাস করে নিবে। চুমুপর্ব শেষ করে যখন শরীরের বৃত্ত-উপবৃত্তে স্পর্শক হয়ে ছুঁয়ে দিবে তার শরীর কাঁপতে থাকে। সাঁপটে ধরে সে গোঙাতে থাকে অল্প অল্প সমাজ ধর্মের সকল বাদা পেরিয়ে যাবে তারা।


সেদিন সকালে বিদিশীনিকে বলেছি আসো প্রেম করি। আমার কথা শুনে সেকি অট্ট হাসি। বিদিশীনির হাসি শুনে আমি নিশ্চুপ হয়ে গেলাম। আমি কি কিছু ভুল বলে ফেললাম নাকি বুঝতে পারছিনা। ক্ষানিকটা থেমে বলে আচ্ছা প্রেম কি করে করে। তাতো জানিনা। তাহলে ? যেমনটা আমাদের শহরের সকল প্রেমিক-প্রেমিকা, কপোত-কপতিরা করে থাকে। সেটা কি প্রেম ?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

শায়মা বলেছেন: হা হা হৃদয় শেখ শের খান ভাইয়া !!!!!!

ভেরি নাইস মুক্তগদ্য প্রেম !!!!!!:)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৭

মোঃ হৃদয় শেখ বলেছেন: না আপু মুক্তগদ্য প্রেম নয়

এটা নাকি প্রেমের শেষ অধ্যায়, লিটনের ফ্লাটে না গেলে নাকি প্রেমকে প্রেম মনে হয় না আমার কথা নয় বর্তমান সমাজের প্রেমিক-প্রেমিকাদের মন্তব্য

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:

"আজ বড্ড প্রেম করতে ইচ্ছে করছে । "

বিকেলে সংসদ ভবন এলাকায় যান।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯

মোঃ হৃদয় শেখ বলেছেন: " আজ বড্ড প্রেম করতে ইচ্ছে করছে "
সমাজের মান লংগন করটা আমার পক্ষের নয় ভাই :( আমি প্রেম চেয়েছি ছি ছি নয়

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

শায়মা বলেছেন: https://www.youtube.com/watch?v=YXjviLBYrS8


মাই ফেভারিট কার্টুন!!!!!:)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪

মোঃ হৃদয় শেখ বলেছেন: https://www.youtube.com/watch?v=GpJgfHcJX9c

আমিও অনেক দেখেছি বাট
আমার ফেভারেট কার্টুন পাপাই :প

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.