নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারন ভাবে চলাফেরা করতে ভালোবাসি। আর নিজের সম্পর্কে এর চেয়ে বেশী কিছু বলার নেই। কারন প্রতিনিহিত নিজের মাঝে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করি।

মোঃ হৃদয় শেখ

স্বপ্ন দেখি নিজ চোখে......... আকাশ দেখি আপন মনে। আমি হে আমি আমার কৃতিকরমের জন্য গর্বিত।

মোঃ হৃদয় শেখ › বিস্তারিত পোস্টঃ

সম্পর্ক

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭

সম্পর্ক এক অদ্ভুত ভেরাজাল।এর কি কোনো সঠিক ডেফিনিশন আছে? জাগতিক কোনো নিয়ম-কানুন বা রীতিনীতি দ্বারা কি সম্পর্ক নিয়ন্ত্রিত ? সম্ভবত না । তবে সম্পর্ক কি ? সম্পর্কে কি রক্তের বাধন প্রয়োজন ? ব্যক্তিগত স্বার্থ দ্বারা কি সম্পর্ক প্রভাবিত হয়ে থাকে ? বহুদিন ভেবেছি সম্পর্কের বাস্তবিক অর্থ কি? খুঁজে পাইনি । শুধু এটুকু বুঝেছি এর কোনো সীমা পরিসীমা নেই । কোনো বিশেষ মায়ার মধ্যে ইহা শৃংখলাবদ্ধ । তবে এর প্রভাব যে কত ব্যাপক তা বের করার জন্য কোনো পরিমাপক যন্ত্র বা সুপার কম্পিঊটার আজ পর্যন্ত আবিস্কৃত হয়নি। আপনি যদি কোন সম্পর্ক দ্বারা প্রভাবিত হন তবে নিমিষের মধ্যে আপনার চিন্তা জগত এলোমেলো হয়ে যাওয়ার জন্য যথেষ্ট । বার বার ভাবি কোনো ধরনের জাগতিক মায়া বা সম্পর্কের ভেরাজালের শৃংখলে নিজেকে আবদ্ধ করব না ।কিন্তু পারলাম না । সম্পর্ক ভেরাজাল আস্তে আস্তে এক অদ্ভুত মায়ার অনুভূতি সৃষ্টি করে ঠিক তখনি নিজের মধ্যে মন খারাপের অনুভুতি তীব্রভাবে অনুভুত হয়।
এই সম্পর্কের মায়া জাল থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত মুক্তি নেই !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.