নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারন ভাবে চলাফেরা করতে ভালোবাসি। আর নিজের সম্পর্কে এর চেয়ে বেশী কিছু বলার নেই। কারন প্রতিনিহিত নিজের মাঝে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করি।

মোঃ হৃদয় শেখ

স্বপ্ন দেখি নিজ চোখে......... আকাশ দেখি আপন মনে। আমি হে আমি আমার কৃতিকরমের জন্য গর্বিত।

মোঃ হৃদয় শেখ › বিস্তারিত পোস্টঃ

বিদিশীনি পর্ব - ২

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৬

তুমি কিছু বলও ?
কি বলব ?
তুমি এত দিন বুঝতা আমি তোমাকে ভালোবাসি তবুও না বুঝার বান করেছিলে কেন ?
আবার সেই হাসি (বুঝেও না বুঝার বান)।
যাত্রাবাড়ী চলে আসছে !!!!
তোমার সাথে সময় এত দ্রুত চলে যায় কেন ?
- আজ নামতে ইচ্ছে করছে না !
- তাহলে কী করতে ইচ্ছে করছে ?
- তোমার সাথে আরও কিছুক্ষন থাকতে ইচ্ছে করছে। চল হেঁটে হেঁটে তোমাকে দিয়ে আসি খানিকটা পথ থাকা যাবে তোমার পাশে।
- তুমি কেন এমন করও ?
- আমি কী করলাম আবার, শুধু তো তোমার সাথে কিছুটা সময় কাটাতে চাই !
- হুম !

ঠিক ৩ মাস আগের কথা

হাসি মুখে বন্ধুর হাত থেকে সিগারেটটা নিয়ে টান দিয়ে নবাবী ভাবে ধুয়া ছাড়তে ছাড়তে বলি ওর নাম “আন্টি থুক্কু “আন্নি”। হঠাৎ করে এত কিছু জানতে চাওয়ার কারন। মনে মনে ভাবলাম চোখে লজ্জা কপালে অলক্ষি। মুখ ফুটে বলে ফেললাম আমার ভালো লেগেছে প্রথম দেখাতেই। বন্ধু বাংলা সিনেমার কাবিলার মতন একটা ভয়ংকর অট্র হাসি দিয়ে কিছুক্ষন চুপ করে থেকে বলল তাহলে বলে ফেল। কি করে ভার্সিটি বন্ধ ! তাহলে আর কী করবা !! ঘরে বসে বসে মুড়ী খাও X((

মোবাইল নম্বর বা ফেসবুক আইডি জগার করে দে, ঠিক আছে যোগার করে দিচ্ছি......... কিছু দিন সময় লাগবে। তর কাছে টাকা চাইনাই নাম্বার না হয় আইডি চাইছি সময় লাগবে কেন ?
দুইদিন পর আইডি পাওয়ার সাথে সাথে বেবেছিলাম ভালোবাসা রিকয়েস্ট পাঠাবো দুঃখের কথা ফেসবুকে এমন কোন সিস্টেম নেই। মার্ক জুগারক হয়তো এটা নিয়ে এখন চিন্তা করেনি। তার মাথায় কথাটা দেওয়া দরকার। যাই হোক অবশেষ এ ফ্রেন্ড রিকয়েস্ট পাঠিয়ে দিলাম।

রাত তখন ১১ টা বেজে ২০ মিনিট একটা এসএমএস
- U know me ?
- Ya I know u
কিচুক্ষন পর আমার ফ্রেন্ড রিকয়েস্ট একসেপ্ট করল । মনে হয় এক সারি এগিয়ে গেলাম । তখন থেকে শুরু হয়ে গেল আমাদের যুগল চরন। চলতে চলতে আজ বলেই দিলাম কখনি ভাবিনি যে রিকশায় বলা হবে। না ভাবা অনেক কিছু হয়ে যাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০

মোঃ হৃদয় শেখ বলেছেন: আপনাকে অনেক অনেক অভিনন্দন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.