নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারন ভাবে চলাফেরা করতে ভালোবাসি। আর নিজের সম্পর্কে এর চেয়ে বেশী কিছু বলার নেই। কারন প্রতিনিহিত নিজের মাঝে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করি।

মোঃ হৃদয় শেখ

স্বপ্ন দেখি নিজ চোখে......... আকাশ দেখি আপন মনে। আমি হে আমি আমার কৃতিকরমের জন্য গর্বিত।

মোঃ হৃদয় শেখ › বিস্তারিত পোস্টঃ

বিদিশীনি পর্ব - ৩

১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

:> Why you tell me বিদিশীনি ?
এর পিছনে অনেক বড় একটা কারন আছে। শুধু কারন বললে মানক্ষুন্ন হতে পারি এই নামের। সুনির্দিষ্ট একটা ব্যাখ্যা আছে এই নামের।
:> সেটাই ! আমি জানতে চাই। কী ? কেন ?
সেটা এখন বলা যাবে না।
:> কেন ? কি কারনে ? কি হবে বললে ?
সেটা না হয় পরেই জেন, বিদিশীনির কোন এক পর্বে ;)
:> মানে কী ?
সব কিছুর মানে হয় না। সব মুভির শেষে হ্যাপী ইন্ডিং হয়না।
:> এখানে হ্যাপী আর আনহ্যাপীর কি আছে ?
আকাশের তাঁরা গুলো আজ জ্বল জ্বল করে জ্বলছে। তুমি কি বারান্দায় ?
:> হ্যাঁ। আপনি এটা ভালো করেই জানেন। আমি বারান্দায়।
তাই তাঁরার উজ্জলতা আজ বেরে দিগুন হয়েছে। মনে হচ্ছে তোমার রূপের ক্ষানিক একটু ধার নিয়েছে এই নিলজ্য তাঁরা।
:> কথার গতী বেদ চেঞ্জ করবেন না। আমি উত্তর চাই ! আপনি বলবেন ? দৈয্যের একটা সীমা রেখা আছে।
ভালোবাসার কোন সীমারেখা নেই। নেই কোন আকার-আকৃতি, আছে শুধু অনুভূতি।
:> উফ ! কি তুমি বলবেনা ? আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব !
আমি জানি তুমি চাইলেই আমাকে ছেড়ে চলে যেতে পারও। কিন্তু আমি চাইলেই তা পারিনা। :-<
:> কেন ?
কারন তুমি আমার সম্পদ না সম্পত্তি। B-)
:> বাজে কথা বাদ দিবেন। আমার কথার উত্তর চাই ।
তুমি যদি আমার একটা কথার উত্তর দিতে পারও, তাহলে আমি তোমার কথার উত্তর দিবো ।
:> কী প্রশ্ন ? উল্টা পাল্টা কিছু বলবানা।
না তেমন কিছুই না। শুধু একটা ছোট প্রশ্ন। ভালোবাসার ওজন কত ?
:> আমি জানতাম, তুমি উল্টা পাল্টা একটা প্রশ্ন করবে।
বিদিশীনির সাথে ফোনে কথা বলার সময় আমি মুগ্ধ হয়ে শুনি। কথা শেষ হওয়ার পর আমি শুরু করি। আজ কথার মধ্যে কথা বাড়িয়ে দিলাম। “ না এই প্রশ্নের উত্তর আছে” আমি এই উত্তর জেনেছি আমার পরিচিত এক মহৎ ব্যাক্তির কাছ থেকে।
:> তাই ! ভালো ! আমার এত মহৎ ব্যাক্তিদের সাথে পরিচিতি নেই। তো মেহেরবানী করে আপনিই বলেন। আমি শুনি। আমার প্রশ্নের উত্তর যে আপনি দিবন না আমি আগেই বুঝেছি। আপনার প্রশ্ন আপনিই উত্তর দেন শুনি !
“ প্রেমে পড়ার পর, প্রেমিকার কথা অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে আলালের ঘরের দুলালেরা যখন তিন বেলা সঠিক ও সুনির্দিষ্ট সময় খাওয়া দাওয়া করিয়া থাকেন। আর সেই সঠিক নিয়ম কানুন মেনে চলায় তার শরীরের যে পরিমান ওজন বৃদ্ধি পাই তাকে ভালোবাসার ওজন বলে” B-)
:> বাহ ! অসাধারন সংজ্ঞা। এখন তাহলে আপনার ভালোবাসার ওজন কত ?
আমি আলালের ঘরের দুলাল পুরপুরি হতে পারিনি। কারন যখন তখন আমি বিদিশীনির হুমকির মুখে থাকি। জীবন ভয়ে ! B-)
তবুও আমি লক্ষ্য করে দেখলাম আমার ওজন ষোয়া কেজে বেরে গেছে। এতেই আমি বুঝতে পাড়লাম না আমি পড়েছি বিদিশীনির প্রেম বেশী না একটু একটু। :P
:> একটু একটু না ! তো কোন মহৎ ব্যাক্তি আপনাকে এমন অসাধারন একটা সংজ্ঞা দিলেন।
সেই মহৎ ব্যাক্তি হচ্ছেন “হৃদয় শেখ”
:> ভালো ! আমার প্রশ্নের উত্তর তো দিবেন না শুধু উল্টা পাল্টা কথা বলবেন। আমি রাখি bYe !
ঠিক আছে।
:> কি ঠিক আছে না।
তা না হয় কি। আমি তোমাকে র্যা প করতে পারিনা।
:> আবার বাজে কথা। এখানে র্যাকপ করার কথা আসলো কোথা থেকে।
তুমি হয়তো একটা কথা জানোনা। তাই একথা বলছ।
:> কী কথা ?
“কারও ইচ্ছার বিরুদ্ধে যোর করে বা তার অনিচ্ছায়, নিজ শক্তি প্রহার করে কোন কাজ সম্পাদন করাকে র্যা প করা বলে”। তুমি কি এটা জাননা ?
:> না ! আজকে জানলাম। তো এই সংজ্ঞাটা কি আপনার সেই মহৎ ব্যাক্তি বলেছেন ?
আমাকে এতটা বুঝার জন্য তোমাকে ধন্যবাদ।
:> You Welcome ! আপনার র্যাোপ করতে হবে না। থাকেন আপনি মহৎ ব্যাক্তিদের সাথে আমি রাখি। bYe.

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯

মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: বানানের প্রতি একটু সতর্ক হোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.