নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘের পরে আলোর ভিড়ে, তুমি প্রথম চেয়েছিল.............

হান্টার১

আমি, আমি এবং আমি। জগত সংসার আমিময়

হান্টার১ › বিস্তারিত পোস্টঃ

নেপাল ভ্রমণে সাহায্য চাহিয়া পোস্ট

০৩ রা মার্চ, ২০১৫ ভোর ৫:৪৯

নেপাল ঘুরবার যাইতে মুন চায় :( কিন্তু ডিটেল কিছু জানি নাহ। অভিজ্ঞ কারো পরামর্শ চাই কেমতে যাইতে হয়, কই কই ঘুরা যায়, কেমন টাকা পয়সা লাগে।
উল্লেখ্য আমি গরীব মানুষ, টেকা পয়সা বেশি একটা নাই, তাও ঘুরবার মন চায়।
কারো চোখে কোন লিংক পরলে ও শেয়ার করতে পারেন।
আগাম ধইন্না পাতা।
হ্যাপি ব্লগিং

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৮:৩৩

পুরান লোক নতুন ভাবে বলেছেন: বাই রোডে যান খরচ অনেক কম হবে!! সব মিলিয়ে হয়তো ১৫ হাজারের মতো লাগবে!!

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:১০

হান্টার১ বলেছেন: ধন্যবাদ ভাই। তবে একটু ডিটেল কি বলা যায়? মানে নেপাল নামার পর কোথায় কোথায় যাওয়া যায়, কি করে যাওয়া যায়, খরচ পাতি কিরাম লাগবে, এইসব আর কি।
আপনার পরিচিত কেউ গিয়ে থাকলে লিংক ও দিতে পারেন :)

২| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:২৭

লালপরী বলেছেন: নেপাল যাইনি ......
শুনেছি খুব সুন্দর দেশ
ঘুরে েসে লিখবেন আশা করি হান্টার ভাই :)

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:১১

হান্টার১ বলেছেন: আমিও শুনেছি অনেক সুন্দর, হিমালয়ের কোলে তো। যাইতে পারলে এসে বিস্তারিত লিখবো :)

৩| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৬

ইভেন বলেছেন: পুরান লোক নতুন ভাবে যে পরিমান টাকার কথা বলছেন, তাতে মন চায় এখনই উড়াল দেই। আরো বিস্তারিত লিখলে ভাল হত।

১। যাতায়াত রুট
২। হোটেল ভাড়া
৩। খাওয়া-দাওয়া

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:১১

হান্টার১ বলেছেন: হুম, আমার ও এক ই প্রস্ন, দেখা যাক ভাই কি বলে :)

৪| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৫৫

পুরান লোক নতুন ভাবে বলেছেন: আম্র এই পোষ্টটা পড়ুন!!
http://www.somewhereinblog.net/blog/plnk/29977129

শিলিগুড়ি থেকে নেপালের রাস্তা মাত্র ২ ঘন্টার। সীমান্তে ঘুষ ৩০০০ টাকার মতো লাগবে আসা যাওয়া মিলে। সেখানে গেলেই থাকা খাওয়া ঘুরার ব্যাবস্থা হয়ে যাবে মানে যেনে যাবেন। এতো ভয়ের কিছু নাই!!

০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

হান্টার১ বলেছেন: হুম ভাই, খুব ই সুন্দর লিখা, ভালো লাগলো পড়ে, তবে কাহিনী হচ্ছে আমি বাংলাদেশ থেকে যাচ্ছি নাহ নেপাল। সরাসরি কাঠমান্ডু নামবো। তারপরের বাকি কাহিনী জানা থাকা দরকার, নাহলে আমি ছোট মানুষ, আমাকে কোপাই পথে বসাই দিবে। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ :)

৫| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৫

নিঃস্বার্থ ভালোবাসা বলেছেন: ঢাকা থেকে বাসে বাংলাবান্ধা সিমান্ত, ইমিগ্রেশন শেষে একটু সামনে হাটলে পাশেই বড় বাজার থেকে বাসে কাকরভিটা সিমান্তে। ১ দের ঘন্টার মত লাগবে।সিমান্তে ইমিগ্রেশন শেষে একটু সামনে হাটলে ডান পাশে মন্দিরে পরে বাসস্টান ১২০০ টাকা নেবে। বিকেল ৪টা গাড়ি ছাড়ে সময় ১ রাত লাগবে কাঠমন্ডু। আর হে নেপাল সিমান্তে কোন ঘুষ লাগবেনা চাইলেও দিবেন না। ওখানে একজনই দালাল আছে।

০৬ ই মার্চ, ২০১৫ ভোর ৪:৩০

হান্টার১ বলেছেন: ধন্যবাদ ভাই। তবে কাঠমান্ডু যাওয়ার পর কি কি ঘুরা যায়, কেমনে ঘুরা যায়, অ্যানি সাজেসান? কাঠমান্ডু পর্যন্ত যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, তারপরের কাহিনী জানতে চাই।
ধন্যবাদ :)

৬| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৯

নিঃস্বার্থ ভালোবাসা বলেছেন: গুগুল এ কাঠমান্ডু ভ্রমন লিখে সার্চ করলে ভালো ভালো পোষ্ট পাবেন। আপনার ভ্রমন শুভ হোক। আমি আসছি কিছু দিন পর।

৭| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৪

হান্টার১ বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.