নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন আমার দিন কাটেনা , রাত কাটে না, রাত কাটে তো ভোর দেখি না

তোমরা যখন পড়তে বসো মানুষ হবার জন্য, আমি না হয় পাখি হব পাখির মত বন্য

ইমরা

অতি সাধারণ , অলস,ঘুম আর আরাম প্রিয়

ইমরা › বিস্তারিত পোস্টঃ

ইজম

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৯

ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যেমন অনেক ভাল গুন শিখি তেমন কিছু বাজে জিনিসও চলে আসে তেমনি একটি হল ইজম । ইজম অর্থ অতিরিক্ত এলাকা প্রীতি । এই ইজম সমস্যাটা আজ অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে । প্রতি বারেই দেখা যায় যারা ক্ষমতায় থাকে তাদের অধিনস্ত ছাত্র সংগঠনের নেতা তারাই হবে যাদের এলাকার বড় ভাই সেই সংগঠনের বড় কোন পোস্টে আছে ।হলের সভাপতি বা সাধারণ সম্পাদকের এলাকার পুলাপাইনের তো পা মাটিতে থাকে না যখন তারা হলের ভিতর দিয়ে হাটে । তারা সমস্ত হলটাকে নিজেদের বাপের সম্পত্তি মনে করে । তাদের শত দোষ ঢাকা পরে যায় অন্য এলাকার ছাত্রদের সামান্য দোষে । রাজনীতি আজ হয়ে গেছে এলাকা কেন্দ্রিক । বিভিন্ন গ্রুপের উদ্ভব ঘটে বিভিন্ন এলাকার ছেলেদের নিয়ে । তাদের শেখানো হয় কিভাবে অন্য এলাকার ছেলেদের ভাংগিয়ে খেতে হবে । কোন সমস্যা হলে আজ মুখ্য হয়ে দাঁড়ায় আপদ কোন এলাকার ছেলেদের এবং বিপদে পড়ছে কোন এলাকার পুলাপাইন । আজ আমরা একটা গন্ডির মধ্যে বন্দি হয়ে আছি ।মাঝে মাঝে মনে হয় সেই দিন হয়তোবা এই ইজম টা এতটা ছিল না বলেই আমরা ভাষার জন্য লড়তে পেরেছিলাম , মুক্তিযুদ্ধে লড়েছিলাম , লড়েছিলাম একনায়ক এরশাদের বিরুদ্ধে । আমাদের যে ভাবেই হউক এই ইজমের কোবল থেকে বেড়িয়ে আসতে হবে । সব এলাকা আমার দেশের মধ্যেই তো তাহলে কেন শুধু এই এলাকা নিয়ে কোন্দলে আমার বন্ধু কিংবা ছোট ভাইয়ের গায়ের রক্ত ঝরবে । সমস্ত দেশটাই আমার দেশ আর এই দেশের প্রতি ইঞ্চি মাটি আমার নিজের জম্মভূমি । তাই আসুন দেশের জন্য হলেও এই ইজম থেকে বেড়িয়ে এসে সবার সাথে মিশি , সবাইকে আপন জন ভাবি , বন্ধু ভাবি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.