নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন আমার দিন কাটেনা , রাত কাটে না, রাত কাটে তো ভোর দেখি না

তোমরা যখন পড়তে বসো মানুষ হবার জন্য, আমি না হয় পাখি হব পাখির মত বন্য

ইমরা

অতি সাধারণ , অলস,ঘুম আর আরাম প্রিয়

ইমরা › বিস্তারিত পোস্টঃ

স্পট ফিক্সিং

০৯ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৯

বাংলাদেশ ক্রিকেট জগতে ফিক্সিং কেলেঙ্কারির পর মনে হয় সবচেয়ে উত্তেজিত হয়েছে প্রথম আলো।

সেই উত্তেজনার মধ্যে কেমন যেন একটা সূক্ষ্ন খুশি খুশি ভাব, কেমন একটা ক্ষীণ হাসির রেখা দেখতে পাচ্ছি।



কী জানি, ভুলও হতে পারে...



তবে এই সংক্রান্ত নিউজে ওরা যে লোগোটা ব্যবহার করছে, সেটা কিন্তু অন্য কথা বলে।



"বাংলাদেশের ক্রিকেটের অন্ধকার জগৎ" !!!



কী শব্দচয়ন! ভাষার কী ব্যবহার!

পড়ে যে কারো মনে হবে কী যে এক বিশাল বিস্তৃত গোপন ফিক্সিংএর জগত্‍ এইদেশে লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে আছে। কত যে সাবেক ক্রিকেটার, কর্মকর্তা, সংগঠক এর সাথে জড়িত! কত না জুয়াড়ি, বাজিকর এইদেশের অলিতে গলিতে ঘুরে বেড়ায়!!



ভাই, তাইলে ভারতেরটা কী? "অন্ধকার মহাবিশ্ব"??



গতকালকের 'এপিঠ ওপিঠ' কার্টুনটাতে তো টিম বাংলাদেশকেই রীতিমত অপমান করা হয়েছে, আমি বলবো!

বুকে BAN লেখা প্যাড ক্যাপ পরা এক ক্রিকেটার দুই হাতে দুই থলে নিয়ে দাঁড়িয়ে আছে, একটাতে লেখা 'খেলার টাকা' আরেকটাতে 'টাকার খেলা' আর বলছে টাকার খেলার থলেটাই 'বেশি ভারি'!



ক্যামনে কী? বাংলাদেশ ক্রিকেট টিমের সব খেলোয়াড়ই কি তাহলে ফিক্সার?

উত্‍পল শুভ্রর ভাষায় "বাংলাদেশের ক্রিকেট এখন বড় একটা ভূমিকম্পেয় মুখে দাঁড়িয়ে"

আসলেই কি তাই?



কারো কারো মনে প্রশ্ন দেখছি, আশরাফুলকে মানুষ কিভাবে মনে রাখবে?



ভাই, এই ক্রিকেট পাগল জাতির আশরাফুলকে ঘিরে যত উদ্বেল স্মৃতি আছে, তা কি ঐ সুযোগ সন্ধানী ভারতীয় বুকি, লোভ চকচকে ফ্র্যাঞ্চাইজি মালিক আর পর্দার আড়ালের খলনায়কদের চক্রান্তে মুছে যেতে পারে?



আজ সাংবাদিকদের অ্যাশ কি বলেছেন জানেন তো?



‘ওইটা আসলে আপনাদের বোঝানো যাবে না। আমি যে খারাপ কাজগুলো করেছি, কী অবস্থায় করেছি, ওগুলো বলে বোঝাতে পারব না। যারা এমন পরিস্থিতির মধ্যে পড়েছে, শুধু তারাই বুঝবে।’



যে যাই বলুক, নিজেও অতীতে যতই গালাগালি করে থাকি না কেন, আমি বিশ্বাস করি-



এই দেশ কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠের আশরাফুলকে, কার্ডিফের, নটিংহামের, চট্টগ্রামের, গায়ানার, জোহানেসবার্গের আশরাফুলকে জীবনেও, কখনো কোনদিন ঘৃণা করবে না,



করতে পারবে না...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.