নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমীন ইব্রাহীম

আমীন ইব্রাহীম › বিস্তারিত পোস্টঃ

'কিছুই দিইনি তবু ভালোবাসা'

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

তোমাকে দিইনি পুষ্পমাল্য,

দিইনি অবলা ফাগুন

তোমাকে দিইনি আলোর জোছনা,

কিংবা প্রবলা আগুন।



তোমাকে দিইনি হীরের গহনা,

সোনায় মোড়ানো তাজ

ইরানী গালিচা মখমল যেন

মোলায়েম ভাজেভাজ।



দিইনি কখনো জোছনা রাত্রে

একশ একটা চুমু,

রুপার নুপুর নৃত্যছন্দে

শব্দের রুমু ঝুমু।



তোমাকে দিইনি কখনো কোথাও

একটু হাতের ছোঁয়া

দিইনি দাহ্য চন্দন কাঠ

হতে নির্গত ধোয়া।



তোমাকে দিইনি মরু-সাইমুন

তপ্ত বালুকারাশী

দিইনি ধরার মানবিক সব

সংকেত অভিলাষী।



তোমাকে দিইনি অলীক স্বপ্ন,

মিথ্যে যেখানে স্থায়ী

দিইনি সবাক কাব্যানন্দ

প্রতিভার অনুযায়ি।



তোমাকে দিইনি দক্ষিণাগত

উথাল মাতাল বাতাস

দিইনি সাজানো মেঘরাজত্ব

শরৎ শুভ্র আকাশ।



তোমাকে দিইনি আদরের ঢল,

স্নেহরাজি সুবিমল

কখনো দিইনি ঝিনুক বধুয়া

মুক্তোর ঝলোমল।



তোমাকে দিইনি দেবযান

কোন স্বর্গীয় সিংহাসন

তোমাকে দিইনি আমার এ দেহজ

কবিয়াল কু-শ্রী বসন।



দিইনি আমার যাবত জীবন

স্মৃতির ডালাটা খুলে,

পরিয়ে দিইনি বেলীর মাল্য

তোমার খোঁপার চুলে।



দিইনি তোমাকে একশ আটটি

নীল পদ্মের ঢল

কখনো দিইনি চোখ নিঃসৃত

আবেগী অশ্রু জল।



তোমাকে দিইনি পৃথিবীর যত

ক্লান্তিক অবসাদ

কখনো দিইনি তোমার কর্ণে

মিথ্যে গড়া নিনাদ।



দিইনি কিছুই, কিছুই দিইনি;

সত্যিই কি তাই?

তাহলে আমার ভালোবাসা সব

হারালো কোথায়?



দিয়েছি তোমাকে সব প্রেম,

করে কাব্যিক ভালোবাসা

দেব আরো দেব আজীবন;

আর এটাই মনোজ আশা।।



লিখিত @৩০।১১।০৮...



(কবিতাটি বেশ অনেকদিন আগের লেখা!

তখন অনেক ছোট ছিলাম বলা যায়…

সো লেখা ভালো হয়নাই জানি…

আজ খাতা ঘাটতে গিয়ে পেলাম, তাই ইচ্ছে করলো পোষ্ট করতে…

করলাম…)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লিখার অভ্যাস
জিইয়ে রাখা ভাল
কবিতা জালায় কিছুটা
আধারে আলো

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

টুম্পা মনি বলেছেন: যাক শেষে আইসা কিছু তো দিলেন! :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.