নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমীন ইব্রাহীম

আমীন ইব্রাহীম › বিস্তারিত পোস্টঃ

'শেষ উৎসর্গ-পত্র'

১৭ ই মে, ২০১৩ রাত ১:৪৬

উৎসর্গ-পত্রের সমাপ্তিটা এমন কোথাও,

যেখানে মানবিক বিপর্যয়ের শেষে

মানুষ কেবল নিজের সুখটাকেই বড় করে দেখতে অভ্যস্ত।

যেখানে নতুন দিনের সূচনাতেও জমাট বাঁধা কালো রাত,

নিশ্চুপ পরে থাকে ঘুমন্ত ফুটপাথের এক কিনারে।

যেখানে কাঁটাতারে আটকে থাকে

খুবলে খাওয়া রক্তাক্ত মাংসপিন্ডের মত মানবতা,

পুনর্জীবিত হওয়ার প্রতিক্ষায়।

ধুলোমাখা ময়লা টিশার্ট,

যেখানে অস্তিত্ব জানান দেয় অপার্থীব এক অস্তিত্বহীন ভালোবাসার।

যেখানে একদিন কবিতা গুলো সত্যিকার অর্থেই কবিতা হতে পেরেছিল,

এখন কেবল নিষ্প্রান কিছু শব্দজট ছাড়া তাদের আর কোন পরিচয় নেই।



উৎসর্গ-পত্রটার সমাপ্তি এমন কোথাও,

যেখানে তোমার আমার স্মৃতিমাখা সবুজ ঘাস কিংবা শুকনো পাতা গুলো আজ বিবর্ণ,

কেমন যেন খুব অচেনা।

যেখানে লাল-নীল সব স্বপ্ন গুলোর অবাধ বিচরনে ম্লান হয়ে যাওয়া যান্ত্রিক সভ্যতা আজ ভীষন রকম বেপরোয়া,

পাষন্ড নরখাদকের মত মমতাহীন।



উৎসর্গ-পত্র,

আমার উৎসর্গ-পত্রটার সমাপ্তি এমন কোথাও;

যেখানে কবিতার অত্যাচারে ক্লান্ত কোন এক কবির হতাশা মাখা দীর্ঘশ্বাষ,

অতঃপর নির্মল অট্রহাসি।



কবিতা তোমায় দিলাম ছুটি,

উৎসর্গ-পত্র হয়ে যাও,

শেষ লাইন হয়ে যাও,

এই উৎসর্গ-পত্রেই রচিত হোক তোমার শেষ ঠিকানা।



মোহগ্রস্থ ক্লান্ত কবির চোখে রাজ্যের ঘুম,

অতঃপর উৎসর্গ-পত্রটার সমাপ্তিতে শেষ হয় কবিতার আষ্ফালণ, কবির ও।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৩ রাত ৩:৪১

নোমান নমি বলেছেন: শেষ ছয় লাইন বেষ্ট। ভালো লাগা রইলো।

২২ শে জুন, ২০১৩ রাত ২:৫৪

আমীন ইব্রাহীম বলেছেন: ধন্যবাদ ভাই...
শুভ কামনা আপনার জন্যও... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.