নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমীন ইব্রাহীম

আমীন ইব্রাহীম › বিস্তারিত পোস্টঃ

'কনশাসলি কনফিউজড!'

৩১ শে মে, ২০১৪ রাত ১০:২১

বারবার উঁকি দেই

আছো নাকি নাই,

বারবার তাই বুঝি

তোমাকে হারাই।

অভিমানে দরোজার

সামনে দ্বাড়াই,

কড়াঘাত না করেই

ফিরে চলে যাই।।



হয়তোবা এসেছিলে

হারাবে বলেই;

হেসেছিলে, বেসেছিলে

আজ তুমি নেই।

ধোঁকার সাগরে আমি

হারিয়েছি খেই;

আশা বাঁধি, ছেঁড়া পালে

হাওয়া লাগবেই।।



ডাক দেবো, দেবো কিনা!

শত সংশয়,

যুদ্ধের ডামাডোলে

ক্লান্ত হৃদয়।

তীব্র ঘৃনায় গড়া

তিক্ত সময়,

আবেগ অশ্রুতে মেনে

নেই পরাজয়।।



কষ্টেরা ছুটি শেষে

ফিরেছে যখন,

ভ্রান্তির বেড়াজালে

উন্মাদ মন।

কিভাবে রয়েছো তুমি

হয়ে অচেতন?

এতটা কঠিন কভু

ছিলে না তখন।।



একদিন ভাঙ্গবেই

ধৈর্য্যের পাড়,

বিদ্রোহী মন দেবে

দ্রোহ-চিৎকার।

সেইদিন বেশিদূর

নেই বুঝি আর;

বুঝে নেবো, খুঁজে নেবো

সব অধিকার।।





-রচনাকালঃ ২৪-০৫-১৪...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৪ রাত ১০:৫৯

সাইকোপ্যাথ বলেছেন: অপ্রাপ্তবয়স্ক ও মনস্কদের জন্য কবিতা

২| ৩১ শে মে, ২০১৪ রাত ১১:১৫

একজন ঘূণপোকা বলেছেন: সুন্দর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.