নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমীন ইব্রাহীম

আমীন ইব্রাহীম › বিস্তারিত পোস্টঃ

'রক্তে দ্রবিভূত কষ্ট'

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৯

এক খানা হৃদয়

এক খানা মন,

কষ্টের ধোয়ায় জ্বলে জ্বলে ক্ষয়ে

মিলেমিশে হয়েছে দ্রবণ।



দ্রবণে মিশেছে কত শত

সহস্র স্মৃতি, মুহুর্ত;

নিয়ত মিশছে জল

প্রাচীন সে লোচন তরল।



দ্রবণে মিশেছে ঘাম,

কিছু স্বপ্নের ব্যার্থ পরিনাম।

আদীম রক্তের কোটি কোটি বিন্দু;

মিলেছে, মিশেছে, জমেছে,

হয়েছে এক বিশাল কষ্ট-সিন্ধু।



অদৃশ্য প্রায় মৃত সেই সিন্ধুর

নেই জোয়ার ভাটার টান,

নীল জলরাশি কষ্ট ক্রমশঃ

জমছে অনির্বান।



জমছে জমুক জমতেই থাক

দ্রবিভূত হোক সব হাহাকার,

কার কি যায় আসে?

রক্তে যে চীড় ধরে গেছে যাক

আগোছালো রং হয়ে চিৎকার,

মিথ্যে এ ক্যানভাসে।



এক খানা মন

এক খানা হৃদয়,

শীরায় শীরায় রক্তে রক্তে

আজ ক্যানসারের জয়।।



রচনাকালঃ ০৩-০৯-২০১৪…

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২২

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৫

আমীন ইব্রাহীম বলেছেন: ধন্যবাদ…
পাশে থাকবেন…

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
দ্রবণে মিশেছে কত শত
সহস্র স্মৃতি, মুহুর্ত;
নিয়ত মিশছে জল
প্রাচীন সে লোচন তরল।
-ভাল লাগলো ৷

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৬

আমীন ইব্রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ…
আপনার ভালো লাগলো জেনে আমার ও অনেক ভালো লাগলো, সত্যি…
পাশে থাকবেন… :)

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২২

কলমের কালি শেষ বলেছেন: কষ্ট পেলুম । ভালো লাগলো কবিতায় ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৭

আমীন ইব্রাহীম বলেছেন: মাঝে মাঝে একটু আধটু কষ্ট পাওয়া খারাপ না কিন্তু…
মন্তব্যের জন্য ধন্যবাদ…
পাশে থাকবেন…

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.