নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমীন ইব্রাহীম

আমীন ইব্রাহীম › বিস্তারিত পোস্টঃ

'একটি প্রতিবাদ কাব্য ও ছয় টাকার ছাই'

২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৮

অনাঘ্রাতা কোন বালিকার চোখে পড়াতে চাইনি রঙ্গিন চশমা।
তাই হয়তো আজ এই ভর অবেলায়,
অসময়ে বারবার ভেঙ্গে যায় মন;
অনুরোধ গুলো পুড়তে পুড়তে ছাই হয়
৬ টাকার অন্তরালে।

তুমি তো তুমি ই ছিলে,
তাই তুমি রয়ে গেলে;
আর আমি আমি হতে চেয়েও পারিনি,
পৃথক ভালোবাসার আস্ফালনে হারিয়েছি বহুদূর।
প্রাত্যাহিক ভুল গুলো শুধরাতে গিয়েও হেরে যাই বারবার।

তোমার ফাগুণে তুমি আরো আরো অভিজাত হও,
নিয়ত অহমিকায় প্রতিবার ঝেড়ে ফেল যত অনুরোধ,
হাজারো চকচকে দৃষ্টির গভীরে হও সূর্যের তীব্র রোদ;
আর আমি বারবার
অনুরোধ হতে হতে হয়ে যাই কিছু মিথ্যে স্বপ্নের রাত।
ক্রমশঃ দুঃস্বপ্ন হয়ে হতেও পারি নির্ঘুম প্রতিবাদ।।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৭

নুর ইসলাম রফিক বলেছেন: দুঃস্বপ্ন হয়ে হতেও পারি নির্ঘুম প্রতিবাদ
সত্যি দারুন।

ভালো লাগলো,

ভাল থাকবেন, শুভ কামনা রইলো।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮

ইফাত আরা বলেছেন: খুব ভালো লাগলো, শুভ কামনা রইলো কবি'র জন্য।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা +


অনেক শুভকামনা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.