নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমীন ইব্রাহীম

আমীন ইব্রাহীম › বিস্তারিত পোস্টঃ

আমি ভালো নেই, তুমি ভালো আছো?

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০২

আমি একদম ভালো নেই,
ভেবেছিলাম তুমি বুঝে নিবে;
আমার রক্তশুন্য চেহারায় লাল রক্তাভ দু চোখ,
ফ্যাকাসে দৃষ্টি তুমি বুঝে নিবে।
আঙ্গুলে আঙ্গুলে জড়তার রেশে,
আমি ভালো নেই তুমি বুঝে নিবে।

আমি একদমই ভালো নেই, বুঝলে?
ঘোর বরষায় ভেজা দাঁড়কাক রাস্তার এপার ওপার।
পায়ের গোঁড়ালি, কব্জির ওখানটায় কাটা দাগ;
বিষন্ন বিকেলের মতন আমার আকাশ
সন্ধ্যায় যেন রক্ত ঝড়ে।
এইসব, এইসবই তো ভালো না থাকার অভিশাপ,
আমি আসলেই ভালো নেই।

ভালো নেই আমি, একটুও ভালো নেই!
আমার ভোরের সুর্য মধ্য গগনে
খুব অভিমান আগুন ঝড়ায়,
চোখের আকাশে কালো কালো রাত
প্রিয় এই শহরে বৃষ্টি নামায়;
তবুও তুমি বুঝলে না হায়
আমি যে সত্যিই ভালো নেই।

বুকের বা পাশে অনিয়ন্ত্রিত ঝড়,
তবুও কি তুমি বুঝবে না?
জেগে থাকা রাত, কাক ডাকা ভোর
ভালো না থাকার দীর্ঘ সময়;
কারন গুলো কি খুজবে না?
বিশ্বাস করো, আমি একটুও ভালো নেই।।


-২৮/০৮/২০১৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.