নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিশিষ্ট সাইকো

আবু রায়হান ইফাত

একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।

আবু রায়হান ইফাত › বিস্তারিত পোস্টঃ

- গল্পটা তোমার আমার ছিলো

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:০১



গল্পটা তোমার আমার,
হ্যাঁ, গল্পটা একপ্রাণে মেশা দুটি প্রাণের,
গল্পটা কোনো এক কুয়াশায় ভরপুর শীতের সকালের,
গল্পটা দুজন তরুন-তরুনীর ভালোবাসার।
সেদিন গল্পটা এমন ছিলো ....
তুমি খয়েরি রঙের থ্রি-পিছ পরে, উদাসীন ভাবে ক্যাম্পাসের বারান্দার গ্রিল আঁকড়ে ধরে কোথায় যেনো হারিয়েছিলে ,
নবজাতক শিশুর ন্যায় উৎসুক চোখে কি যেনো খুঁজেছিলে,
শুভ্র কুঁয়াশা তোমায় স্পর্শ করেছিলো ,
তুমি অপলক নয়নে কুঁয়াশা ভেদ করে আমার দিকে তাকিয়েছিলে,
তোমার সেই যাদুমিশ্রিত দৃষ্টি আজও দুনয়নে ভাসে,
মন হেসে উঠে, কতটা পিচ্ছি না তুমি ছিলে,
আমায় ভালবেসে ছিলে, ভালবাসতে শিখিয়েছিলে,
প্রেম এনে দিয়েছিলে রুক্ষ মনে।
গল্পটা আমাদের ভালোই ছিলো,
শুরুর দিকটা হাসি-খুশি, ভালবাসায় ভরপুর ছিলো,
চোখে চোখ রেখে দুজনার প্রেমালাপ হতো,
সহস্র গল্প জম্মনিতো, সাজানো পৃথিবীর স্বপ্নববুনাও হতো।
আজ হয়তো সেই তুমি আর নেই,
গল্পগুলো আছে , স্মৃতিগুলো জমেছে,
তবে জানো.........?
আজও অনুরুপ ভালবাসা বেঁচে আছে ,
বেঁচে থাকবে , চিরকাল এই ভবেতে ,
ভালো থেকো তুমি , সুখে থেকো তুমি ,
জম্মদিও আবার নতুন গল্প, নতুন স্মৃতি ।
মনে রেখো, প্রথম গল্পটা কিন্তু তোমার আমার ছিলো ।

#চাইরচোখ


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.