নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিশিষ্ট সাইকো

আবু রায়হান ইফাত

একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।

আবু রায়হান ইফাত › বিস্তারিত পোস্টঃ

- তোমার ভাল থাকাতেই ভাল থাকি

২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪২



মেঘকন্যা !
তারপর কেমন আছো তুমি...?
বৃষ্টি মিশ্রিত হেমন্তের প্রভাতগুলো মনে পড়ে....?
মনে পড়ে কি, বৃষ্টির ছোঁয়ায় আলতো স্পর্শে দীর্ঘশ্বাসের কথা ....?
তুমি দীর্ঘকেশী ছিলে, ছিলে আমার অনুভুতিতে মিশে ,
তুমি ভালবাসা দিয়েছিলে, ভালবাসতে শিখিয়েছিলে
আবার হারিয়ে গেলে, একা রেখে আমায় হৃদয় রক্তাক্ত করে ।
মেঘকন্যা !
জানো, আমি বড্ড মিস করি তোমায়,
বৃষ্টিভেজা প্রতিটি প্রভাত আমায় নিয়ে মেতে উঠে শূন্যতার খেলায়,
হাহাকারে হৃদয় ভরে যায়,
তুমি নেই , তুমি কোথায়....?
তুমি হীনা প্রভাতগুলো আমার কাটে বিষণ্ণতায়,
বিধাতার কৃপায় তবুও দিনগুলো আমার পার হয়ে যায়,
হৃদয়ের কোণায় তোমার শূন্যতা থেকে যায়।
মেঘকন্যা !
শেষ যেদিন দেখা হয়েছিলো আমাদের,
সেদিন তুমি বলতে চেয়েছো কিছু,
তোমার চক্ষু বলেছিলো আমায়।
কিন্তু, কিছু না বলেই তুমি চলে গেলে,
নির্বাক! স্তম্ভিত হয়ে দাড়িয়ে ছিলাম,
হুঁশ ছিলোনা তখন, শুধু এতটুকু মনে অাছে
তুমি সেদিন বারবার ফিরে তাকিয়েছিলে।
কিন্তু, জানা হয়নি আজও
সেদিন কেনো ফিরে তাকিয়েছিলে..?
আমার অসহায়ত্ব দেখতে, নাকি তখনো ভালবেসেছিলে...?
মেঘকন্যা !
দুঃখিত, এ কি বলছি আমি
ভালবাসবে কেনো আমায়...?
হয়তো মোহ ছিলো তোমার,
মোহ কেটে গেলো, আর তুমিও চলে গেলে
ভাবলে না একটিবারও, এই প্রান্তের মানুষটির কি হবে..?
তার মোহ নাও হতে পারে, সে তো ভালবাসতে ও পারে তোমাকে ।
ভাবলে না তো একটিবারও, তোমার বিচ্ছেদে মানুষটি কতটা আঘাত পাবে ..?
মেঘকন্যা !
আমি ভালবেসেছিলাম তোমায়, পদ্মপাতায় জমে থাকা একফোটা জলের ন্যায়,
আগলে রাখতে চেয়েছিলাম জীবনভর,
থাকতে চেয়েছিলাম তুমি-আমি এক ছায়াতে মিশে ।
কিন্তু, কি আর হলো....?
তুমি তো চাওনি তা , আমায় একা করে চলে গেলে
হৃদয়ে হাহাকার এনে দিলে ।
মেঘকন্যা !
আমি এখনো তোমায় ভালবাসি
তোমার ফিরে আসার প্রহর গুনি ।
মেঘকন্যা !
আবারও দুঃখিত আমি, কেনো যে এসব বলি,
তুমি ভালো আছো, ভালো থাকো তা চাই আমি,
তোমার ভাল থাকাতেই আমি ভাল থাকি ।

#চাইরচোখ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.