নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিশিষ্ট সাইকো

আবু রায়হান ইফাত

একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।

আবু রায়হান ইফাত › বিস্তারিত পোস্টঃ

- কথা কিন্তু তুমি রাখোনি

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৬




তোমায় ঘিরে জম্ম নেয় অজস্র কবিতা,
তোমাতেই জম্ম নেয় শত-সহস্র গল্পকথা।
বন্ধু তুমি আমার,
কথাছিলো, থাকবে চিরকাল হয়ে একপ্রাণ,
ভালবাসবে হৃদয়জুড়ে, থাকবেনা হাহাকার।
সুন্দর একটি পৃথিবী হবে, শুভ্রতায় ঘেরা
প্রতিটি প্রত্যুষে থাকবে লাল গোলাপের স্নিগ্ধ ছোঁয়া,
পৃথিবী মেতে উঠবে ভালোবাসার রঙিনতায় ,
অনুভূতিগুলো হবে ভালবাসার সংস্পর্শতায়।
তুমি আমার, আমি তোমার
প্রতিশ্রুতিবদ্ধ থাকবো চিরকাল,
ভালবাসবো দুজনে হৃদয় দিয়ে, হয়ে একাকার ।
কথাছিলো , আমাদের স্বপ্নগুলো হবে ভালবাসায় মিশে
ভালবাসার ফসল আসবে দুই ফুটফুটে ,
সাজাবো সুন্দর পৃথিবী তুমি-আমি আর তাদের ঘিরে,
ছোট্টনীড়ে থাকবো সবে, একে অন্যের অস্তিত্বে মিশে ,
সুন্দর একটি পৃথিবী তোমার আমার হবে ।
কিন্তু, এ কি হলো....?
কথা কিন্তু তুমি রাখো নি,
তোমাতে উৎসর্গিত ভালবাসা তুুমি বুঝোনি।
অনুভূত হয়নি এই হৃদয়ের ভালোবাসার গভীরতা কতখানি।
হঠাৎ, তুমি চলে গেলে
স্বপ্নগুলো দুমড়ে-মুছড়ে দিয়ে, আমায় নিঃস্ব করে,
হৃদয়ের জখমতা সেদিন তুমি দেখোনি,
কতটা আঘাত পেয়েছিলো হৃদয়,
জর্জরিত হয়ে স্তব্ধতা এসেছিলো প্রাণে,
সেন্সলেস হয়ে দেহটি মাটিতে পড়েছিলো লুটে,
ভালবাসা হারানোর তীব্র আঘাত সেদিন সইছিলো না মনে।
কিন্তু, তাতেও তুমি নড়বড়ে ছিলে ,
ভালবাসা দাওনি আবার ফিরিয়ে ,
চলেই গেলে আমাকে ছেড়ে
ভালবাসা আর স্মৃতিগুলো ভুলে ।
তবুও ভালো থেকো তুমি ,
মনে রেখো তোমার সুখেতেই আমি সুখী ,
এখনো তোমায় বড্ড ভালবাসি,
যদিও, কথা কিন্তু তুমি রাখোনি ।

#চাইরচোখ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.