নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিশিষ্ট সাইকো

আবু রায়হান ইফাত

একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।

আবু রায়হান ইফাত › বিস্তারিত পোস্টঃ

- ডুব

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৯



আমার আমিকে খুঁজে বেড়াই মহাকাশের ছায়াপথে,
আমার আমিকে খুঁজে বেড়াই বিবর্তনের ফাঁকে,
আমার আমিকে খুঁজে বেড়াই ক্লান্তিকতার শেষে একটু স্বস্তির মাঝে,
আমার আমিকে খুঁজে বেড়াই মহাজনসমুদ্রের আড়ালে,
আমার আমিকে খুঁজে বেড়াই দিনশেষে নিশুতির ঐ চাঁদের দেশে।

আমার আমিকে খুঁজে পাই আমি অন্যত্রে,
নির্জনতার মাঝে, এক মহা হাহাকারে,
ছায়ালোকের পৃথিবী নামক গ্রহে মায়ায় জড়ানো আবদ্ধ কারাগারে,
আমি খুঁজে পাই আমাকে নীলাচ্ছাদিত বিষাদে, বেদনার নীলসমুদ্রে ।
আমি খুঁজে পাই আমাকে হারানো স্মৃতিগুলোর মাঝে,
দংশিত হই আমি স্মৃতির দংশনে প্রতিটি ক্ষণে ।

আমি মুক্তি চাই, আমি হারাতে চাই
নীলদরিয়া ছেড়ে ঐ মহাকাশে,
যেথায় মহাপুরুষগন পাড়ি জমিয়েছিলেন বহু আগে,
আমায় ডাকছে তারা তাদের সানিধ্যে -
আমার পাড়ি জমানোর অপেক্ষায় প্রহর গুনে ।
আমি আড়াল হবো মহাকাশের গহীনে
ক্লান্ত আজ আমি অপেক্ষায় থেকে,
জীবনের মাঝপথে আত্মঅস্তিত্বের খোঁজে।
মহামুক্তি চাই আমি ক্লান্তিকতা থেকে,
ডুব দিবো আমি স্বস্তির খোঁজে
ঐ মহাআড়ালে, মহাপুরুষদের দেশে।

#চাইরচোখ

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে+++

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২০

আবু রায়হান ইফাত বলেছেন: ধন্যবাদ।
আমার পাতায় স্বাগতম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.