নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিশিষ্ট সাইকো

আবু রায়হান ইফাত

একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।

আবু রায়হান ইফাত › বিস্তারিত পোস্টঃ

এক স্বস্তির ঘুমের অপেক্ষায়

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৭



এক স্বস্তির ঘুমের অপেক্ষায়,
জীবনের বহুবেলা কেটে গেলো হেলায়-অবহেলায় ।
আর কত পারা যায়...?
মানব তো আমি,
অনুভূতিতে বাঁচি, অনুভূতিতেই মিশে থাকি।
কিন্তু আর কত..?
ব্যাবচ্ছেদ বেড়ে যায়, কাঁটাতারে আবদ্ধ থেকে যায়।
কোথায় আমি আর কোথায় সে...?
দুই পৃথিবী দূরত্বে দুজনে ,
ভালোবাসা শিকলাবদ্ধ আজ বিচ্ছেদে
আড়াল হয়ে যায় সে, ভালোবাসা অগ্রাহ্য করে ,
স্বপ্নবুনে নেয় সে আবার নতুন করে ।

কিন্তু ! সে তো ওপ্রান্তে, আর আমি বাঁচি এপ্রান্তে অপেক্ষার প্রহর গুনে,
যদি সে ফিরে আসে ,
আবার ফিরিয়ে দেয় যদি সেই দিনগুলো অনুভূতিতে মিশে,
ভালোবাসা অনুভব করে, উপলব্ধিত হয়ে
এক সুখের ভুবন আবার ফিরে পাবো বলে !!

জানি, আসবেনা সে, কভুও আসবে না
সে তো স্বপ্নবুনে এখন অন্য মোহনায়,
সুখের সাগরে ভেসে যায় তার দুবেলা ।
আর আমি মাঝি এখন বিষাদের ভেলায়
বয়ে যায় চিরন্তন বিরহ-নদে অপেক্ষার ধারা।
বুঝেনি সে, বুঝেনা সে
আমার ভালোবাসা বুঝেনি সে,
অবহেলিত আমি বারে বারে ।
আর কত পারা যায়...?
স্বস্তির খোঁজে দিবারাত কেটে যায়,
প্রহরগুনি, এক স্বস্তির ঘুমের অপেক্ষায়।

#চাইরচোখ

ছবি - সংগ্রহিত

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:


এমন সব কষ্টের কবিতা লেখেন, শেষে আমার ঘুমটাও কোথায় হারিয়ে গেলো। আপনারা কবি হওয়ায় এই অবস্হা হলো, নাকি এই রকম অবস্হাই আপনাদেরকে কবি হতে বাধ্য করেছে?

২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০২

আবু রায়হান ইফাত বলেছেন: জীবনে মানুষকে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয় যা বদলে দেয় মানুষকে । কবিতাগুলো অনুভূতির'ই বহি:প্রকাশ

২| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা ভালো লাগল । কেউ চলে যাওয়া মানে জীবন থেমে থাকা নয় ।
সময় চাকা কখন কোথায় যাবে ঠিক নেই ।

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১০

আবু রায়হান ইফাত বলেছেন: জীবনের গতিতে জীবন পার হয়ে যায়,কিন্তু বিভেষিকাচ্ছন্ন স্মৃতি থেকে যায় ।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১

একটি বালুকণা বলেছেন: চারদিকে এত বিরহ !!

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪০

আবু রায়হান ইফাত বলেছেন: আজকাল ভালোবাসার অপর নাম বিরহ

৪| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মানুষের কোমল অনুভূতিগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।

বিরহের কবিতা ভাল লেগেছে।

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪২

আবু রায়হান ইফাত বলেছেন: স্বার্থপরতা কেড়ে নিয়ে যাচ্ছে সব, তবুও ভালো থাকুক সবাই।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

জাহিদ অনিক বলেছেন:
অবহেলা ভালোবাসার পূর্বরাগ।
ভালোবাসায় অবহেলা বড্ড ভালো, অভিমান ভালো; ঘৃণা ভালো নয়।

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

আবু রায়হান ইফাত বলেছেন: ভালোবাসা বলতে কিছুই নাই সবই অবহেলা আর হেয়ালিপনা

৬| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৮

শামচুল হক বলেছেন: কবিতা ভালো লাগল।

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০

আবু রায়হান ইফাত বলেছেন: ধন্যবাদ ।
আমার পাতায় স্বাগতম ।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

রাসেল উদ্দীন বলেছেন: না পাওয়ার বেদনা জীবনকে দুর্বিষহ করে তোলে। আপনার লেখায় না পাওয়ার বিরহ স্পষ্ট ফুটে উঠেছে।

আপনার জন্য সমবেদনা রইল!!

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

আবু রায়হান ইফাত বলেছেন: পাওয়া - না পাওয়া ঘিরেই জীবন ।
তবুও ভালো থাকুক তারা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.