নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিশিষ্ট সাইকো

আবু রায়হান ইফাত

একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।

আবু রায়হান ইফাত › বিস্তারিত পোস্টঃ

- ক্লান্তি

৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩০



ক্লান্ত!
আজ মহাক্লান্ত,
মহাকালের বিবর্তনে আজ বড্ড ক্লান্ত!
অপেক্ষার প্রহরে থেকে থেকে আজ ক্লান্ত,
উপেক্ষিত ভালোবাসায় মহাক্লান্ত ।

জীবন চলে যায় অাপন গতিধারায়,
কখনো হেলায়-খেলায়, কখনো ব্যস্ততায়!
থেকে যায়, কিন্তু থেকে যায়
ভালোবাসাগুলো থেকে যায়।
রয়ে যায়, স্মৃতিগুলো রয়ে যায় ।

মুখোশের আড়ালে সব'ই থেকে যায়
অবহেলিত অনুভূতিতে বিষাদ বয়ে যায়,
হাহাকারে ভেসে যায় ...
আত্মসন্ধান মিলে অস্তিত্বহীনতায়,
ভালোবাসায় অপরাগতায়, ভালোবাসা না পাওয়ায়,
ক্লান্তিকতা বেড়ে যায় জীবনের অাবছায়ায় ।

অবহেলিত ভালোবাসায়, নীলের ধরিয়া বয়ে যায়
হাহাহকার, এক মহা হাহাকার ! শূন্যতায় হাহাকার ছুঁয়ে যায়,
ভালোবাসা উড়ে বেড়ায় প্রতারণার মেলায়,
আত্মাগুলো নির্বাক দেখে যায়
চলনার খেলায় হেরে যায়।

ভালোবাসা খোঁজে না আর, খোঁজে না ভালবাসা
জীবন নামক চলনায় হেরে, পৌছায় ক্লান্তিকতার মহাশীর্ষতায়।
নব্য অপেক্ষায় মেতে উঠেরে আত্মারা,
আড়ালের অপেক্ষা, অস্তিত্বহানির অপেক্ষায়।
তবুও বেঁচে থাকুক ভালোবাসা,
আড়াল হয়ে যাক ক্লান্তিকতা,
ডুব দিবো মহাকাশের গহীনতায়,
সাড়ে তিন হাত মাটির বিছানায়
ক্লান্তিকতা মুক্তি দিবে হেথায়, মুক্তি পাবো সেথায়।

#চাইরচোখ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.