নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিশিষ্ট সাইকো

আবু রায়হান ইফাত

একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।

আবু রায়হান ইফাত › বিস্তারিত পোস্টঃ

- অভিমান

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭




- এখনো অভিমান করে আছো..? অভিমান দূরত্ব বাড়িয়ে দেয়।
- নাহ, অভিমান করবো কেনো..?
- তোমাকে প্রচন্ড হার্ট করি বলে।
- ওসব ব্যাপার নাহ, বয়ে গেছে আজকাল।
- এইযে আবার অভিমান ..?
- মোটেও না, অভিমান যদি করেই থাকতাম তাহলে সেদিনের পর আর কন্ট্রাক্ট করার ট্রাই করতাম না। তা ঠিক সাময়িক অভিমান ছিলো, কিন্তু আবার সেই বেহায়ার মতোই ফিরে এসেছি। বরঞ্চ তুমি'ই হারিয়ে গিয়েছিলে।
- সরি, আসলে তোমাকে মাঝে মাঝে অনেক হার্ট করে ফেলি, কি করবো বলো .. মাঝে মাঝে আমার এমন হয় যে নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই তোমাকেই বেশি হার্ট করি, প্লিজ এসব মনে রেখো না।
- মহাপুরুষরা কখনো অতীত ঘিরে বসে থাকেনা, তাদের নিকট বর্তমান'ই সব। বিশ্বাস নেই তাদের অতীত এবং ভবিষৎে।
- বাহ! ভালোইতো , নিজেকে মহাপুরুষ দাবী করছো
- যেদিন থেকে স্বআত্মার মৃত্যু মেনে নিতে পেরেছি সেদিন থেকেই আমি মহাপুরুষ।
পৃথিবীতে কতজন'ই পারে স্বআত্মার মৃত্যু মেনে নিতে..?
- আমি কি অাধৌ ক্ষমা পাওয়ার যোগ্য না..?
- ক্ষমা চাইবে কেনো..? কি অপরাধ ছিলো তোমার..?
- ন্যাকামি করছো.??
- কিসের ন্যাকামি ..? বললাম না, সব ভুলে গেছি। আর কার কথা মনে রাখবো..?
- বিয়ে করছো না কেনো. ?
- এমনিতেই।
- এখনো ভালোবাসো. ?
- ভালোবাসা একজনকেই যায়, কিন্তু যে ভালোবাসার গভীরতা বুঝে না তাকে ভালোবাসা একপ্রকারের তিক্ততা।
- আরেকটি বার সুযোগ দাও...
- কিছু কিছু ক্ষেত্রে সর্বদা সুযোগ পাওয়া যায় না, তাহলে ব্যাপারটায় কোনো গভীরতা থাকে না, এই আসলাম, এই গেলাম মধ্যখানে ফলাফল যে শূন্য ছিলো ঠিক সেই শূন্য'ই।
- এই শেষবার প্লিজ. ?
- আমি পারবো না কাউকে সুযোগ দিতে, আমি মায়াজাল থেকে অনেক বাহিরে থাকি, জড়াবো না আর মায়াজালে।
- এতটা স্বার্থপর কেনো তুমি.....?
- হ্যাঁ, আমি স্বার্থপর এবং বড় মাপের একজন স্বার্থপর, খুশি এবার..?
বছর দুয়েক আগে এই মায়া কান্নাটা কোথায় ছিলো...? কেনো কেড়ে নিলে আমার দুটি বছর..? আবার এসেছে ফিরতে।
- বললাম তো সরি, তখন আমার ভুল ছিলো ।
- প্লিজ আর কথা বাড়িয়ো না, যতই কথা বলিবে ততই কষ্ট পাবে, আর আমি চাই না কাউকে কষ্ট দিতে।
আর কষ্ট পাবার ট্রাই করবা না, আল্লাহ হাফেজ।

অপু ফোন রেখে দিলো, দুচোখ বেয়ে নোনা অশ্রুর ফোটা। এখনো অভিমান করে আছে মেয়েটির সাথে। সম্পর্কের তিনবছরের মাথায় অপুর নিকট থেকে আড়াল হয়েছিল মেয়েটি। অপু অনেক খুঁজেছে মেয়েটিকে কিন্তু পায়নি, না পাওয়াতেই ভিতরে বালিকণার মতো জমে জমে অভিমানের মহা পাহাড় জম্ম নিয়েছে । মেয়েটি আবার ফিরতে চায় কিন্তু অভিমান মেয়েটিকে ফিরিয়ে দেয়। অপু নিজেও জানে না সে কি চায়, দুচোখ দিয়ে নিরব কান্নার অশ্রুফোটা অপুকে ছুঁয়ে যায়।

#চাইরচোখ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.