নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিশিষ্ট সাইকো

আবু রায়হান ইফাত

একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।

আবু রায়হান ইফাত › বিস্তারিত পোস্টঃ

- দুটি বাক্যগাঁথা

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০০




দুটি বাক্যগাঁথা তাহার, আজও কানে বাজে অনর্গলে,
শেষ দেখাতে, এসেছিলো যখন বছর তিনেক পরে
আবেগে আশ্রিত বাক্যগুলোতে হৃদয় গিয়েছে ছুঁয়ে।
- এখনো কি ভালোবাসো আমায়..?
- জীবন পৌঁছালে কেনো বিষণ্নতায়..?
আমি নির্বাকচিত্তে শ্রবণ করেছিলাম তাহার কথা,
জবাবহীনা আমি, জবাব দিবো কোন বাক্যগাঁথায়..।

ভালোবাসা হারিয়েছে বহুদিন আগে,
ভালোবেসে যাই তাহারে আপন স্বত্তাতে
বসবাস তাহার এই হৃদয়স্থলে।
অন্তহীন অপেক্ষায় সে ফিরবে বলে ।
ফিরেনি সে, আধৌ ফিরতে চায়নি আমার ভূবনে
ফিরেছে পুরানো স্মৃতিগুলো তাহার বাক্য চয়নে ।

দুটি বাক্যগাঁথা ,
- এখনো কি ভালোবাসো আমায়..?
- জীবন পৌঁছালে কেনো বিষণ্নতায়..?
জবাব খুঁজে পাইনি আমি, নির্বাক শ্রবণ শ্রোতা
প্রথম প্রেম কি কখনো ভুলা যায়.?
ভালোবাসা বেঁচে থাকে হৃদ-গভীরতায় ।
দুটি আত্মার ভালোবাসায়
একপ্রান্ত আড়াল হয়ে যায় , অপরপ্রান্ত ভোগে শূন্যতায়
হানা দেয় এসে জীবনে বিষণ্নতা।

চলে যায়, হারিয়ে যায়
পার্বতীরাই হারিয়ে যায়,
বিচ্ছেদে-বিরহে দেবদাসরাই রয়ে যায়।
ভালোবাসা পৌঁছে তাহাদের মহাশীর্ষতায়।

নির্বাক শব্দচয়ণে, সে হারায় তাহার ভূবনে
ফিরিতে আসেনি সে, এসেছে আবার স্মৃতিচারণে ।
ব্যস্ত সে তাহার ভূবনে, নব্য পৃথিবীতে
দুটো আত্মার মিলনে কালোমেঘ বাসা বাধে।
দুটি বাক্যগাঁথা তাহার, আজও কানে বাজে
শেষ দেখাতে, এসেছিলো যখন বছর তিনেক পরে
আবেগে আশ্রিত বাক্যগুলোতে হৃদয় গিয়েছে ছুঁয়ে।
ভালোবাসা বেঁচে থাকুক মহাশূন্যতাতে।

#চাইরচোখ

ছবি - ইন্টারনেট

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: মোটামোটি লাগল।

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৪

আবু রায়হান ইফাত বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.