নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিশিষ্ট সাইকো

আবু রায়হান ইফাত

একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।

আবু রায়হান ইফাত › বিস্তারিত পোস্টঃ

- শহরে মুঁছে যাক স্বার্থপরতার ছায়া

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

তোমার শহর ছুঁয়ে গেছে স্বার্থপরতায়
তুমি ভুলে থাকো,
অন্যতে মজে ভালোও থাকো।
আর, এই শহর!
এই শহরে বিদ্যমান হাহাকারের ধূসর ছায়া
ধূসরতায় মজে অন্ধকারের আবছায়ায়
শুভ্রতার আলো যেনো মৃগনাভির আওতায়।

ব্যর্থ এই শহর!
তোমায় ভুলার মননিবেশে বারংবারই ব্যর্থ,
আর ভুলা তো পৃথিবী ধ্বংসের সমতায় ।
তুমি মজে থাকো,
তুমি সুখে থাকো,
তুমি অন্যবক্ষতে মাথা রাখো,
কিংবা
যদি ইচ্ছে হয় আবার ফিরে এসো
এই দৃষ্টিপানে তাকিয়ে যদি একবার বলো ভালোবাসি
কথা দিলাম,
উন্মুক্ত এই শহর তোমার,
শুধুই তোমার, সর্বত্রব্যাপী শুধু তোমারই অধিকার।

বিশ্বাস করো,
এই শহরে এখনো বিরাজমান তোমারই অধিকার
একবিন্দু মাত্রও খোয়ায়নি,
এখনো সর্বত্রে তুমিই বিদ্যমান।
তুমি ফিরে এসো,
জমানো ভালোবাসাগুলো বুঝে নাও
ফিরিয়ে দাও আবার এই শহরে শুভ্রতা
ছড়িয়ে দাও আবার ভালোবাসা দুশহরের অলিগলিতে কানায় কানায় ,
শহরে মুঁছে যাক স্বার্থপরতার ছায়া।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: "সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি।
তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী-
কেন না জানি।।
ওগো, বাতাসে কী কথা ভেসে চলে আসে, আকাশে কী মুখ জাগে।
ওগো, বনমর্মরে নদীনির্ঝরে কী মধুর সুর লাগে।"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.