নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিশিষ্ট সাইকো

আবু রায়হান ইফাত

একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।

আবু রায়হান ইফাত › বিস্তারিত পোস্টঃ

নগ্নতা যেথায় সর্বেসর্বা, কোন ধর্মের আওতায় সেথায় ভালোবাসা...??

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০১

আমি ভালোবাসা চেয়েছি, নগ্ন উষ্ণতা চাইনি
আমি ভালোবেসেছি, অন্ধকারে নগ্নতার খেলায় মেতে উঠিনি
আমি হাতে হাত রাখতে চেয়েছি, নগ্ন বক্ষে নখের আছড়ে দাগ কাটতে চাইনি ।
আমি ভালোবাসা চেয়েছি, বিছানায় যেতে চাইনি।

আমি ব্যর্থ, হ্যাঁ ব্যর্থ আমি
ভালোবাসায় ব্যর্থ, নগ্নতায় না মেতে উঠায় ব্যর্থ
নগ্নতা যেথায় সর্বেসর্বা
কোন ধর্মের আওতায় সেথায় ভালোবাসা...??

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৪

এ.এস বাশার বলেছেন: কঠিন আবেগ! তবে নগ্নতা কখনোই ভালবাসা নয়।

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫২

আবু রায়হান ইফাত বলেছেন: নগ্নতা ভালোবাসা নয়, তবুও তারা মগ্ন নগ্নতায়

২| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: নগ্নতায় ক্ষনিকের মজা আছে। অবশ্য পরে অপরাধবোধে ভোগায়।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮

আবু রায়হান ইফাত বলেছেন: আত্মিক তৃপ্তি নগ্নতায় মেলে না, দৈহিকেই সীমাবদ্ধ। তবুও কেন ভালোবাসা ছেড়ে মানুষ নগ্নতায় মাতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.