নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......টিনের চশমা পরিহিত মানুষ......

ইফতেখারুল মবিন

ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....

ইফতেখারুল মবিন › বিস্তারিত পোস্টঃ

আমিই ব্যর্থ পথিক

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ২:৪৪



আমিই ব্যর্থ পথিক
ইফতেখারুল মবিন

আমিই সেই ব্যর্থ পথিক;
মরীচিকার পানে ছুটে ছুটে
সেই তো ফিরে এলাম।
ভালোবাসার দুর্গম পথ পাড়ি দিতে
হয়েছি আমি পরিত্যক্ত।
জ্যোৎস্নাশোভিত পূর্ণশশীকে অনুসরন করে
পাড়ি দিয়েছি অগণিত পথ।

শত সহস্র উপহাসকে করেছি সঙ্গী,
বিভীষিকার ভয়ঙ্কর হিংস্রতাকে দূরে ঠেলেছি,
রুঢ় বাস্তবতাকে করেছি অবহেলা,
ছোট ছোট মেঘের সতর্কবাণীকে
তুচ্ছজ্ঞান করে পাঠিয়ে দিয়েছি বহু দূরে।
মনকে অপ্রত্যাশিত বেদনা হতে বাঁচানোর
বিন্দু মাত্র লেশ ছিল না তখন।
পূর্ণশশীর ইন্দ্রজালে আচ্ছন্ন হয়ে
ভূলে গিয়েছিলাম ইন্দ্রধনুর কথা,
ভূলে গিয়েছিলাম উজ্জ্বল ভবিষ্যতের কথা।

মহিমান্বিত সেই রূপকে দেখতে দেখতে
কখন যে আঁধার নামের এক কারাগারে
ঘুমিয়ে পড়েছিলাম,মনে নেই।
কিন্তু যখন ঘুম ভাঙলো
তখন মনে হলো,আমি বেঁচে আছি
আর শুয়ে আছি কোন এক অজানা দ্বীপে।

ক্লান্তশ্রান্ত দেহটা নিয়ে ফিরে এলাম,
শুরু হলো জীবনের নূতন অধ্যায়।
প্রায়শই জ্যোৎস্নাশোভিত পূর্ণশশীকে দেখি,
দেখি তার আকুল করা আহ্বান দিগন্ত নীলিমায়।
মন তখন ভয়ে আর্তনাদ করে উঠে,
নতুন করে পথ অন্বেষণ করার
আর কোন স্পৃহা জেগে ওঠে না,
কেননা আমি যে এক ব্যর্থ পথিক!
ব্যর্থতার গ্লানিকে মুছবো কী করে?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ ভোর ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনার গন্তব্য কোথায় ছিল, সেখানে কেন যেতে চেয়েছিলেন?

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪২

ইফতেখারুল মবিন বলেছেন: অজানা গন্তব্যে কারণ অজানাকে জানার আগ্রহ মানুষের থাকেই!

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ ভোর ৬:৩৬

শাহানাজ সুলতানা বলেছেন: ক্লান্তশ্রান্ত দেহটা নিয়ে ফিরে এলাম,
শুরু হলো জীবনের নূতন অধ্যায়।
প্রায়শই জ্যোৎস্নাশোভিত পূর্ণশশীকে দেখি,
দেখি তার আকুল করা আহ্বান দিগন্ত নীলিমায়।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ব্যর্থতার গ্লানি মুছে ফেলতে হবে । :(

০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৩

ইফতেখারুল মবিন বলেছেন: হুম!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.