নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......টিনের চশমা পরিহিত মানুষ......

ইফতেখারুল মবিন

ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....

ইফতেখারুল মবিন › বিস্তারিত পোস্টঃ

শ্রাবণের বৃষ্টি

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৮



শ্রাবণের বৃষ্টি
ইফতেখারুল মবিন

আমি আকাশ হয়েছিলাম,তুমি মেঘ
আলো-ছায়ায় বিচরণ ছিল অনবরত
শেষ রজনীর চাঁদকে ঘিরেও ছিল-
লুকোচুরি খেলা।
মেঘের ভেলা হতে তুমি-
কাশবনের কন্যার ন্যায়।
কখনোই ছাড়পত্র দেই নি তোমায়,
অসূর্যস্পশ্যা করেও রাখি নি।
পুরোটা জুড়ে ছেয়ে থাকতে আমার;
তোমার স্পর্শেই নীলাভ হতাম
খুঁজে পেতাম ভালোবাসার স্বাদ।

ভাগ্যপরিক্রমায় আমি এখন আর আকাশ নই
হতে পারি নি প্রেমিক কিংবা বিপ্লবী।
ধূসর দীপের মাঝে গড়েছি বসতি,
গোধূলির মায়াজাল এখানে কুয়াশা ছড়ায়।
তোমার থেকে দূরে থাকার চেষ্টায়-
হয়েছি জনমানবহীন বিচ্ছিন্ন কবি,
অসম্ভব বিষণ্ণতায় ডুবে থাকি সারাক্ষণ।
তথাপিও আশার ধ্বনিরা ঘণ্টা বাঁজায়,
উঁকি দিয়ে যায় মেঘের আগমনী বার্তা-
শ্রাবণের গভীর আঁধারে।
আমি জানি,ঘুরেফিরে আসবে তুমি
হয়তো বা মেঘ নয়-
শ্রাবণের বৃষ্টি হয়ে আমার আঙিনায়।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো হয়েছে+++



শুভ কামনা রইলো,কবি।

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২৪

ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ অনেক!

২| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:১৮

ওমেরা বলেছেন: আশায় থাকেন কোন না ভাবে আসবেই ।

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২৭

ইফতেখারুল মবিন বলেছেন: হুম!যদি থাকে নসীবে,আপনি আপনি আসিবে!!

৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:৪৩

মলাসইলমুইনা বলেছেন: চমৎকার লাগলো আপনার কবিতা | রিয়েলি বিউটিফুল !!

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২৫

ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.