নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......টিনের চশমা পরিহিত মানুষ......

ইফতেখারুল মবিন

ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....

ইফতেখারুল মবিন › বিস্তারিত পোস্টঃ

নীলিমাকে ভালোবাসি

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৮



নীলিমাকে ভালোবাসি
ইফতেখারুল মবিন

আমি একরাশ মেঘ,
কালো,বিদঘুটে অন্ধকারময় কালো,
কখনো বা সাদা,নিষ্কলঙ্ক প্রজ্বলিত সাদা।
আমি ভেসে বেড়াই সারা নীলিমা জুড়ে,
কেননা নীলিমাকে খুব বেশি ভালোবাসি।
রাতে তার বুকে জেগে থাকা তারা
আর পূর্ণশশীর মায়াভরা উদ্ভাসিত হাসি-
যেন উদ্বেলিত করে হৃদয়ের ছোট্ট উঠোনটাকে।
উষাকালে দিনমণির অনুপম রক্তিম দ্যুতি
আমাকে দেয় নীলিমায় বেঁচে থাকার স্পৃহা।

ক্ষণকালেই নীলিমা আমার ভালোবাসা ছুঁড়ে ফেলে
আর হৃদয়-পটে ছড়িয়ে দেয় নীলকষ্ট,
পরক্ষনেই তা বিদঘুটে কালো ভারী হয়।
আমি সেই অনাকাঙ্ক্ষিত বেদনার ভারে
ঝরে পড়ি ভূমি,তটিনী,সিন্ধু মাঝারে।
তখন আমার বড় বেশি একা লাগে,
দুঃখগুলো যেন আমায় ঘিরে রাখে,
বেঁধে রাখে কোন এক সঙ্গীহীন দ্বীপে।
কিন্তু যখন চন্দ্র আর দিনমণির হাসি দেখি
তখন আবার,আর এভাবে বার বার
ফিরে যাই ঐ বিষণ্ণভরা নীলিমার বুকে-
শুধু মাত্র একটু ভালোবাসা’র আশায়!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:




সত্যিই চমৎকার অনুভবনীয় কবিতা! তবে নীলিমা বিষন্ন না হলে যদি প্রফুল্ল হত তবে আরো ভাল হত!

২| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৪

ইফতেখারুল মবিন বলেছেন: নীলিমা বিষণ্ণ বলেই তো তার প্রতি ভালবাসার অনুরক্ততা এতো বেশি!!

৩| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২৮

জাহিদ অনিক বলেছেন: আবার,আর এভাবে বার বার
ফিরে যাই ঐ বিষণ্ণভরা নীলিমার বুকে-
শুধু মাত্র একটু ভালোবাসা’র আশায়!
ভাললাগা

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৫

ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.